ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, স্ক্যান করা যাবে নথিপত্রও Logo কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস Logo ৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায় Logo উপবাস ছিলেন, তারপরেও শেফালীর শরীরে কীসের ইনজেকশন? Logo আমরা একদলীয় দেশের বাসিন্দা, এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: মাস্ক Logo জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন : প্রধান উপদেষ্টা Logo পরকীয়া প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন এক সন্তানের জননী Logo বক্তাবলী রাজাপুর ঘাট ইজারার পুনঃ দরপত্র বুধবার উম্মুক্ত হবে Logo এখন থেকেই জনগণের কাছে ভোট চাইতে হবে : গিয়াসউদ্দিন Logo ফতুল্লায় এক পোশাক কারখানার শ্রমিক অসন্তোষে বন্ধ হলো ৮ কারখানা

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

ফতুল্লায় সজীব দেবনাথ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গাজাঁ সেবন কালে কথা-কাটাকাটির জের ধরে তাকে হত্যা করা হয়। নিহত সজীব দেবনাথ বরগুনা জেলার সদর থানার শুশু কাঠপট্টি সড়কের আশুতোষ দেবনাথের পুত্র। ঘটনাট ঘটেছে শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লা থানার সীমান্তের পাগলা তালতলা এলাকায়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে। তারা হলো-রবি (১৭) ও সাজ্জাদ (১৮) । এরমধ্যে ফতুল্লা থানার পাগলা নয়ামাটি এলাকার বিজয় মন্ডলের পুত্র রবি ও সাজ্জাদ একই থানার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বারেক দেওয়ানের ভাড়াটিয়া মিঠুর পুত্র।

ড্রেজার শ্রমিকরা জানান, বুড়িগঙ্গা নদী থেকে পাগলা তালতলা এলাকা দিয়ে একাধীক ড্রেজারের মাধ্যমে তীরে বালু উঠানো হয়। রাত হলেই এসব ড্রেজারে স্থানীয় মাদকাসক্ত যুবকরা এসে মাদকের আড্ডা দেয়। তাদের ড্রেজারে উঠতে বাধা দিলে দলবল নিয়ে এসে শ্রমিকদের মারধর করে। এজন্য স্থানীয়রা মাদকাসক্তদের কিছু বলতে কেউ সাহস করে না।

তারা আরো জানান, শনিবার দিবাগত রাত সাড়ল বারেটার দিকে সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক তৌহিদ ট্রেডার্সের ঘাট দিয়ে নদীতে ভাসমান পাঁচতারা আনলোড নামে ড্রেজারে উঠে। গাজা সেবন অবস্থায় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এসময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন সজিব চিৎকার করলে ড্রেজার শ্রমিকরা ঘুম থেকে উঠে আসলে তারা দৌড়ে তীরে উঠে আবারো ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সজিব মাটিতে লুটে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। তখন থানায় খবর দিলে তাৎক্ষনিক পুলিশ এসে ধাওয়া করে রবি ও সাজ্জাদকে আটক করেন।

নিহতের বাবা জানায়, তিনি মিরপুরের ম্যাসে থেকে একটি কোম্পানিতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত রয়েছে। নিহত সজিব ঢাকা মিরপুরস্থ একটি ঔষধ কোম্পানীতে চাকুরি করতো। এক বছর পূর্বে চাকুরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ীতে চলে যায়। দুই মাস পূর্বে তার ছেলে গ্রামের বাড়ী থেকে মিরপুর তার নিকট চলে আসে। প্রায় এক মাস পূর্বে নতুন চাকরি কাচামালের আড়তে যোগদানের কথা বলে ফতুল্লার পাগলায় চলে আসে। রাত ৪ টার দিকে ফতুল্লা থানা পুলিশ মেবাইল ফোনে তাকে তার ছেলের মৃত্যু সংবাদ জানায়। নিহত সজিব দেবনাথ বিবাহিত বলে তিনি জানান।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান,মাদক সেবনের এক পর্যায়ে তাদের মাঝে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় সজীব দেবনাথ। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ দুজনকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, স্ক্যান করা যাবে নথিপত্রও

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

আপডেট সময় ১০:১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় সজীব দেবনাথ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গাজাঁ সেবন কালে কথা-কাটাকাটির জের ধরে তাকে হত্যা করা হয়। নিহত সজীব দেবনাথ বরগুনা জেলার সদর থানার শুশু কাঠপট্টি সড়কের আশুতোষ দেবনাথের পুত্র। ঘটনাট ঘটেছে শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লা থানার সীমান্তের পাগলা তালতলা এলাকায়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে। তারা হলো-রবি (১৭) ও সাজ্জাদ (১৮) । এরমধ্যে ফতুল্লা থানার পাগলা নয়ামাটি এলাকার বিজয় মন্ডলের পুত্র রবি ও সাজ্জাদ একই থানার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বারেক দেওয়ানের ভাড়াটিয়া মিঠুর পুত্র।

ড্রেজার শ্রমিকরা জানান, বুড়িগঙ্গা নদী থেকে পাগলা তালতলা এলাকা দিয়ে একাধীক ড্রেজারের মাধ্যমে তীরে বালু উঠানো হয়। রাত হলেই এসব ড্রেজারে স্থানীয় মাদকাসক্ত যুবকরা এসে মাদকের আড্ডা দেয়। তাদের ড্রেজারে উঠতে বাধা দিলে দলবল নিয়ে এসে শ্রমিকদের মারধর করে। এজন্য স্থানীয়রা মাদকাসক্তদের কিছু বলতে কেউ সাহস করে না।

তারা আরো জানান, শনিবার দিবাগত রাত সাড়ল বারেটার দিকে সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক তৌহিদ ট্রেডার্সের ঘাট দিয়ে নদীতে ভাসমান পাঁচতারা আনলোড নামে ড্রেজারে উঠে। গাজা সেবন অবস্থায় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এসময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন সজিব চিৎকার করলে ড্রেজার শ্রমিকরা ঘুম থেকে উঠে আসলে তারা দৌড়ে তীরে উঠে আবারো ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সজিব মাটিতে লুটে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। তখন থানায় খবর দিলে তাৎক্ষনিক পুলিশ এসে ধাওয়া করে রবি ও সাজ্জাদকে আটক করেন।

নিহতের বাবা জানায়, তিনি মিরপুরের ম্যাসে থেকে একটি কোম্পানিতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত রয়েছে। নিহত সজিব ঢাকা মিরপুরস্থ একটি ঔষধ কোম্পানীতে চাকুরি করতো। এক বছর পূর্বে চাকুরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ীতে চলে যায়। দুই মাস পূর্বে তার ছেলে গ্রামের বাড়ী থেকে মিরপুর তার নিকট চলে আসে। প্রায় এক মাস পূর্বে নতুন চাকরি কাচামালের আড়তে যোগদানের কথা বলে ফতুল্লার পাগলায় চলে আসে। রাত ৪ টার দিকে ফতুল্লা থানা পুলিশ মেবাইল ফোনে তাকে তার ছেলের মৃত্যু সংবাদ জানায়। নিহত সজিব দেবনাথ বিবাহিত বলে তিনি জানান।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান,মাদক সেবনের এক পর্যায়ে তাদের মাঝে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় সজীব দেবনাথ। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ দুজনকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।