২১ শে আগষ্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাশ পাওয়ায় আনন্দ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি।
৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ৩ টায় কোর্ট সংলগ্ন নারায়ণগঞ্জ লিংক রোডে এই আনন্দ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলে ইসকনের বিরুদ্ধে এবং ভারতের আগরতলায় ভারতীয় হাই কমিশনে এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্র গোষ্ঠীর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
পরে মিছিলটি কোর্ট সংলগ্ন ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সি সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা এবং সাধারণ সম্পাদক এড আব্দুল বারী ভুইয়া। তারেক রহমানকে সকল মামলা থেকে অব্যহতি দিয়ে তাকে দ্রত দেশে আসার সু্যোগ দিতে অন্তর্বতীকালীন সরকারের কাছে আহবান জানান বক্তারা। ইসকনকে নিষিদ্ধ করার দাবীর পাশাপাশি কলকাতায় বাংলাদেশ হাই কমিশনে হামলার তীব্র নিন্দা জানান তারা এ সময় উপস্থিত ছিলেন মাহমুদুল্লাহ সিনিয়র সহ-সভাপতি ফতুল্লা থানা সাধারণ সম্পাদক আলাউদ্দিন খন্দকার শিপন সহ-সভাপতি ফতুল্লা থানা বিএনপি, এডভোকেট মাহমুদ কবির আলমগীর সহ-সভাপতি ফতুল্লা থানা বিএনপি, হাসান আলি , কাজী পলাশ, সাংগঠনিক সম্পাদক ফতুল্লা থানা বিএনপি, মইনুল হোসেন রতন সভাপতি কাশিপুর ইউনিয়ন বিএনপি, হাসান মোহাম্মদ পলাশ সভাপতি ফতুল্লা ইউনিয়ন বিএনপি, মাহবুবুর রহমান সুমন সাধারণ সম্পাদক এনায়েতনগর ইউনিয়ন বিএনপি, শাহাদাৎ হোসেন শহিদুল্লা সহ-সভাপতি ফতুল্লা থানা বিএনপি, সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।