ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবিতে তোফাজ্জল হত্যায় আদালতে ছয়জনের দায় স্বীকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতারকৃত ছয় শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ১৮ সেপ্টেম্বর রাতে তোফাজ্জলকে হত্যার ঘটনায় ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির ছয় শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- মো. জালাল মিয়া, সুমন মিয়া, মো. মোত্তাকিন সাকিন, আল হুসাইন সাজ্জাদ, আহসানউল্লাহ ও ওয়াজিবুল আলম।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের শুক্রবার ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয়। গ্রেফতারকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তোফাজ্জল হত্যা মামলাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্ব ও নিবিড়ভাবে তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঢাবিতে তোফাজ্জল হত্যায় আদালতে ছয়জনের দায় স্বীকার

আপডেট সময় ০৮:৫৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতারকৃত ছয় শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ১৮ সেপ্টেম্বর রাতে তোফাজ্জলকে হত্যার ঘটনায় ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির ছয় শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- মো. জালাল মিয়া, সুমন মিয়া, মো. মোত্তাকিন সাকিন, আল হুসাইন সাজ্জাদ, আহসানউল্লাহ ও ওয়াজিবুল আলম।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের শুক্রবার ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয়। গ্রেফতারকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তোফাজ্জল হত্যা মামলাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্ব ও নিবিড়ভাবে তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।