ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কর অঞ্চল-নারায়ণগঞ্জে “আয়কর তথ্য-সেবা মাস” ২০২৪ এর উদ্বোধন

জাতীয় রাজস্ব বোর্ড এর নির্দেশনা মোতাবেক কর অঞ্চল-নারায়ণগঞ্জের করদাতাগণের আয়কর রিটার্ন দাখিল ও প্রাপ্তিস্বীকারপত্র প্রদান সহজীকরণের লক্ষ্যে “নভেম্বর মাসব্যাপী আয়কর তথ্য-সেবা মাস” ২০২৪ শুরু হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) কর অঞ্চল-নারায়ণগঞ্জ এর কর কমিশনার মুহাম্মদ আমিনুর রহমান “আয়কর তথ্য-সেবা মাস” এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার পরিদর্শী রেঞ্জ-৩ কর অঞ্চল-নারায়ণগঞ্জ মিজ্ ফেরদৌসী হোসেন, আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল-নারায়ণগঞ্জ এর উপকর কমিশনার সদর দপ্তর (প্রশাসন), সদর দপ্তর (প্রায়োগিক) ও নকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সম্মানিত করদাতাগণ।
পরে কর কমিশনার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণকে নভেম্বর মাসব্যাপী “আয়কর তথ্য-সেবা মাস” ২০২৪ এ আন্তরিকভাবে করদাতাগণকে সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি জানান, কর অঞ্চল-নারায়ণগঞ্জের অধীক্ষেত্রাধীন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় বিদ্যমান আয়কর অফিসসমূহেও নভেম্বর মাসব্যাপী “আয়কর তথ্য-সেবা মাস” ২০২৪ এর কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২৪-২০-২৫ করবয়য়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত সরকারি কল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, মারিকো বাংলাদেশ লিমিটেড, অর্ডার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা স্ ুকোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ পিএলসিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ এর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
কর অঞ্চল- নারায়ণগঞ্জে উল্লেখিত করদাতাগণকে অনলাইনে রিটার্ন দাখিলে পরামর্শ ও সহায়তা প্রদান করার পক্ষ্যে পৃথক ই-টাক্স বুথ স্থাপন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

কর অঞ্চল-নারায়ণগঞ্জে “আয়কর তথ্য-সেবা মাস” ২০২৪ এর উদ্বোধন

আপডেট সময় ০৯:৫৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

জাতীয় রাজস্ব বোর্ড এর নির্দেশনা মোতাবেক কর অঞ্চল-নারায়ণগঞ্জের করদাতাগণের আয়কর রিটার্ন দাখিল ও প্রাপ্তিস্বীকারপত্র প্রদান সহজীকরণের লক্ষ্যে “নভেম্বর মাসব্যাপী আয়কর তথ্য-সেবা মাস” ২০২৪ শুরু হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) কর অঞ্চল-নারায়ণগঞ্জ এর কর কমিশনার মুহাম্মদ আমিনুর রহমান “আয়কর তথ্য-সেবা মাস” এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার পরিদর্শী রেঞ্জ-৩ কর অঞ্চল-নারায়ণগঞ্জ মিজ্ ফেরদৌসী হোসেন, আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল-নারায়ণগঞ্জ এর উপকর কমিশনার সদর দপ্তর (প্রশাসন), সদর দপ্তর (প্রায়োগিক) ও নকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সম্মানিত করদাতাগণ।
পরে কর কমিশনার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণকে নভেম্বর মাসব্যাপী “আয়কর তথ্য-সেবা মাস” ২০২৪ এ আন্তরিকভাবে করদাতাগণকে সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি জানান, কর অঞ্চল-নারায়ণগঞ্জের অধীক্ষেত্রাধীন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় বিদ্যমান আয়কর অফিসসমূহেও নভেম্বর মাসব্যাপী “আয়কর তথ্য-সেবা মাস” ২০২৪ এর কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২৪-২০-২৫ করবয়য়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত সরকারি কল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, মারিকো বাংলাদেশ লিমিটেড, অর্ডার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা স্ ুকোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ পিএলসিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ এর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
কর অঞ্চল- নারায়ণগঞ্জে উল্লেখিত করদাতাগণকে অনলাইনে রিটার্ন দাখিলে পরামর্শ ও সহায়তা প্রদান করার পক্ষ্যে পৃথক ই-টাক্স বুথ স্থাপন করা হয়েছে।