ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের সার্ভিস লেনে একটি তেলের গাড়িতে ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের মেসার্স সামছু ফিলিং স্টেশনের সামনে থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে আরও ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তখন তাদের কাছ থেকে ডাকাতি করা তেলবাহী ট্রাক ও ১৪ ব্যারেল পাম তেল উদ্ধার করে পুলিশ। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি, একটি ওয়াকি-টকি ও ১টি কাঠের লাঠি জব্দ করা হয়।
বুধবার (৩০ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।