নিজস্ব প্রতিনিধি- সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ভূইয়া পাড়া এলাকায় মোঃ রফিকুল ইসলাম মুন্না ২৪ শতাংশ জমিতে নানা প্রজাতির বৃক্ষের চারা রোপনের মধ্য দিয়ে গড়ে তুলেছেন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোমুগ্ধকর শখের বাগান। এ বাগানটি দর্শনার্থীদের পরিদর্শনের জন্য সকাল ১০ টা হইতে বিকেল ৫ টা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে।
শখের এ বাগান নিয়ে কথা হয় রফিকুল ইসলাম মুন্না’র সাথে। তিনি বলেন, ২০২৩ সালে এই জমিটি ক্রয় করেন। তাঁর অনেক দিনের শখ ছিলো একটি বাগান করার। মনের মাঝে লালিত স্বপ্নের বহিঃপ্রকাশ ঘটান এই বাগান গড়ার মধ্য দিয়ে। এই বাগানটি দেশী বিদেশি নানা প্রজাতির বৃক্ষ চারা দিয়ে সাজিয়েছেন। যা দেখে দর্শনার্থীদের নয়ন জুড়িয়ে যাবে।সেই সাথে পাবে বিশুদ্ধ হাওয়া ও পরিবেশ। রফিকুল ইসলাম মুন্না আরো জানান সে এই বৃক্ষ চারা গুলো বিভিন্ন নার্সারি ও বৃক্ষ মেলা হতে সংগ্রহ করেছেন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়,বিশুদ্ধ আবহাওয়া ও পরিবেশ সৌন্দর্য বর্ধনের চিন্তা মাথায় রেখে তিনি নিজ অর্থায়নে এই বাগান তৈরি করার পাশাপাশি আশে পাশের সাধারণ মানুষকে বিনা মূল্যে বৃক্ষের চারা উপহার হিসেবে বিতরণ করে থাকেন।
রফিকুল ইসলাম মুন্না এই বাগান নিয়ে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই বাগানটি নিয়ে আমার অনেক পরিকল্পনা করছে যা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। আমি চাই নারায়ণগঞ্জের মধ্যে এই বাগানটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দৃষ্টি নন্দিত রুপে সাজাতে।




















