ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

১৬ জানুয়ারি কাওরান বাজারে অবস্থান নেবে গণতন্ত্র মঞ্চ

রাজনৈতিক বন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ। বুধবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে আগামী ১৬ জানুয়ারি কাওরান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে অবস্থান ও বিক্ষোভের ডাক দিয়েছে এই মঞ্চ।

বুধবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনের পরিচালনায় গণ-অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ-অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খাঁনসহ গণতন্ত্র মঞ্চের নেতারা।

আয়োজকরা দাবি করেন, রাজধানীর বিভিন্ন স্থানে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের কর্মসূচিতে যাওয়ার পথে বাধা দেওয়া হয়। মোড়ে মোড়ে তল্লাশির নামে নেতাকর্মীদের হয়রানি করা হয়। সব বাধা পেরিয়ে নেতাকর্মীরা স্ব-স্ব দলের কার্যালয় থেকে সকাল সাড়ে ১১টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এ কারণে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ-অবস্থান কর্মসূচি পালনের কথা থাকলেও বেলা পৌনে ১২টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। শেষ হয় দুপুর ২টায়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

১৬ জানুয়ারি কাওরান বাজারে অবস্থান নেবে গণতন্ত্র মঞ্চ

আপডেট সময় ০৪:০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩

রাজনৈতিক বন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ। বুধবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে আগামী ১৬ জানুয়ারি কাওরান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে অবস্থান ও বিক্ষোভের ডাক দিয়েছে এই মঞ্চ।

বুধবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনের পরিচালনায় গণ-অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ-অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খাঁনসহ গণতন্ত্র মঞ্চের নেতারা।

আয়োজকরা দাবি করেন, রাজধানীর বিভিন্ন স্থানে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের কর্মসূচিতে যাওয়ার পথে বাধা দেওয়া হয়। মোড়ে মোড়ে তল্লাশির নামে নেতাকর্মীদের হয়রানি করা হয়। সব বাধা পেরিয়ে নেতাকর্মীরা স্ব-স্ব দলের কার্যালয় থেকে সকাল সাড়ে ১১টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এ কারণে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ-অবস্থান কর্মসূচি পালনের কথা থাকলেও বেলা পৌনে ১২টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। শেষ হয় দুপুর ২টায়।