ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবসহ আমন্ত্রিতদের বিষয় খতিয়ে দেখবে ডিবি

দুবাইয়ে আরাভ খানের আমন্ত্রণে স্বর্ণের দোকান উদ্বোধনের জন্য বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন দুবাইয়ে গেছেন। স্বর্ণ ব্যবসায়ী আরাভ পুলিশ হত্যা মামলার আসামি জানার পরও তারা সেখানে গিয়ে দোকান উদ্বোধনে অংশগ্রহণ করেছেন, যা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে।’

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

হারুন অর রশিদ বলেন, ‘আমরা বুধবার মিডিয়ায় দেখেছি—বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানসহ অনেকেই দুবাইয়ে সেই স্বর্ণ ব্যবসায়ীর আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। একজন পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামির আমন্ত্রণে তারা গিয়েছেন। স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান একজন খুনি। তিনি একজন পুলিশ ইন্সপেক্টরকে হত্যা করেছেন। তাদের অবগত করার পরেও দুবাই গিয়ে আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এটা আসলে দুঃখজনক। এটা তারা কেন করেছেন জানি না।’

গোয়েন্দা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, ‘আমরা তথ্য সংগ্রহ করছি, সেখানে ক্রিকেট তারকা সাকিব আল হাসান, হিরো আলম, আবার শুনেছি রাজ নামে একজন আছেন। পুলিশ পরিদর্শক মামুন হত্যাকাণ্ডের চার্জশিট হয়ে গেছে। এসব বিষয় খতিয়ে দেখা হবে।’

উল্লেখ্য, ২০১৮ সালে রাজধানীর বনানীতে আরাভ খানের অফিসে গোয়েন্দা পরিদর্শক মামুন ইমরান খানকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ৬ নম্বর আসামি আরাভ খান।

 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সাকিবসহ আমন্ত্রিতদের বিষয় খতিয়ে দেখবে ডিবি

আপডেট সময় ০৪:৪৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

দুবাইয়ে আরাভ খানের আমন্ত্রণে স্বর্ণের দোকান উদ্বোধনের জন্য বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন দুবাইয়ে গেছেন। স্বর্ণ ব্যবসায়ী আরাভ পুলিশ হত্যা মামলার আসামি জানার পরও তারা সেখানে গিয়ে দোকান উদ্বোধনে অংশগ্রহণ করেছেন, যা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে।’

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

হারুন অর রশিদ বলেন, ‘আমরা বুধবার মিডিয়ায় দেখেছি—বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানসহ অনেকেই দুবাইয়ে সেই স্বর্ণ ব্যবসায়ীর আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। একজন পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামির আমন্ত্রণে তারা গিয়েছেন। স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান একজন খুনি। তিনি একজন পুলিশ ইন্সপেক্টরকে হত্যা করেছেন। তাদের অবগত করার পরেও দুবাই গিয়ে আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এটা আসলে দুঃখজনক। এটা তারা কেন করেছেন জানি না।’

গোয়েন্দা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, ‘আমরা তথ্য সংগ্রহ করছি, সেখানে ক্রিকেট তারকা সাকিব আল হাসান, হিরো আলম, আবার শুনেছি রাজ নামে একজন আছেন। পুলিশ পরিদর্শক মামুন হত্যাকাণ্ডের চার্জশিট হয়ে গেছে। এসব বিষয় খতিয়ে দেখা হবে।’

উল্লেখ্য, ২০১৮ সালে রাজধানীর বনানীতে আরাভ খানের অফিসে গোয়েন্দা পরিদর্শক মামুন ইমরান খানকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ৬ নম্বর আসামি আরাভ খান।