ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

লিভারপুলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে রিয়াল

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল এদিন টুর্নামেন্টে প্রথম ক্লাব হিসেবে তিনশ ম্যাচ খেলতে নেমেছিল। লিভারপুলের সঙ্গে তাদের আক্রমণভাগ ছিল ব্যস্ততম। ১-০ গোলে দ্বিতীয় লেগ জিতেছে রিয়াল, দুই লেগে অগ্রগামিতায় ৬-২ গোলে কোয়ার্টার ফাইনালে তারা। প্রথম লেগে মাদ্রিদ ক্লাবের জয় ছিল ৫-২ গোলে।

তিন গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগে খেলতে নেমে আক্রমণে যাওয়ার বিকল্প রাস্তা ছিল না লিভারপুলের সামনে। ২০১৩ সালের এপ্রিলে ডেভিড বেকহ্যামের (৩৭ বছর, ৩৩৫ দিন) পর সবচেয়ে বয়স্ক ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের মূল একাদশে জায়গা পান ৩৭ বছর ৭০ দিন বয়সী মিলনার। তৃতীয় মিনিটে তার মাধ্যমে প্রথম আক্রমণে যায় লিভারপুল। তার উঁচু ক্রস সহজে ধরে ফেলেন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া।

লিভারপুল তাদের সবচেয়ে সুবর্ণ সুযোগ প্রথমবার পায় সাত মিনিটে। মোহাম্মদ সালাহ প্রতিপক্ষ খেলোয়াড়ের চ্যালেঞ্জের মুখে পড়েও বল ধরে রেখে পাস দেন ডেভিড নুনেজকে। কিন্তু তার শট সরাসরি কোর্তোয়ার কাছে চলে যায়।

৩৪ মিনিটে গোলের দারুণ চেষ্টা করেন নুনেজ। বাঁ প্রান্ত থেকে নেওয়ার তার বাঁকানো শট আঙুলের ছোঁয়ায় লক্ষ্যভ্রষ্ট করেন কোর্তোয়া। তিনি মিনিট পর রিয়াল গোলরক্ষকের আবার পরীক্ষা নেয় লিভারপুল। এবার গাকপোর শক্তিশালী শট ঠেলে মাঠের বাইরে পাঠান তিনি।

রিয়ালও গোলের সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল না। ১৪ মিনিটে ভিনিসিউস জুনিয়রের শট চমৎকারভাবে ফিরিয়ে দেন লিভারপুল গোলকিপার আলিসন। ২০ মিনিটে কামাভিঙ্গার ২৫ গজ দূর থেকে নেওয়া শট আলিসনের আঙুল ছুঁয়ে ক্রসবারে লাগলে হতাশ হতে হয় মাদ্রিদ ক্লাবকে। কিছুক্ষণ পর লুকা মদরিচ বুক দিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে লক্ষ্যে শট মারেন, কিন্তু অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায় বল।

৭৮ মিনিটে ভিনিসিউসর পাস ধরে করিম বেনজেমা শট জালে জড়ায়। ফ্রান্স তারকা ম্যাচের একমাত্র গোল করেন। বেনজেমার এই গোলের পর লিভারপুলের ঘুরে দাঁড়ানোর ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে যায়।

এদিকে নাপোলি ৩-০ গোলে আইনত্রাখট ফ্রাঙ্কফুর্টকে দ্বিতীয় লেগে হারিয়েছে। দুই লেগে ৫-০ গোলের অগ্রগামিতায় তারা প্রথমবার কোয়ার্টার ফাইনালে। চলতি আসরে ইন্টার মিলান ও এসি মিলানের পর তৃতীয় ইতালিয়ান ক্লাব হিসেবে শেষ আটে নাপোলি।

শেষ আটে ওঠা অন্য দল হলো চেলসি, ম্যানসিটি, বেনফিকা ও বায়ার্ন মিউনিখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

লিভারপুলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে রিয়াল

আপডেট সময় ০৪:১৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল এদিন টুর্নামেন্টে প্রথম ক্লাব হিসেবে তিনশ ম্যাচ খেলতে নেমেছিল। লিভারপুলের সঙ্গে তাদের আক্রমণভাগ ছিল ব্যস্ততম। ১-০ গোলে দ্বিতীয় লেগ জিতেছে রিয়াল, দুই লেগে অগ্রগামিতায় ৬-২ গোলে কোয়ার্টার ফাইনালে তারা। প্রথম লেগে মাদ্রিদ ক্লাবের জয় ছিল ৫-২ গোলে।

তিন গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগে খেলতে নেমে আক্রমণে যাওয়ার বিকল্প রাস্তা ছিল না লিভারপুলের সামনে। ২০১৩ সালের এপ্রিলে ডেভিড বেকহ্যামের (৩৭ বছর, ৩৩৫ দিন) পর সবচেয়ে বয়স্ক ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের মূল একাদশে জায়গা পান ৩৭ বছর ৭০ দিন বয়সী মিলনার। তৃতীয় মিনিটে তার মাধ্যমে প্রথম আক্রমণে যায় লিভারপুল। তার উঁচু ক্রস সহজে ধরে ফেলেন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া।

লিভারপুল তাদের সবচেয়ে সুবর্ণ সুযোগ প্রথমবার পায় সাত মিনিটে। মোহাম্মদ সালাহ প্রতিপক্ষ খেলোয়াড়ের চ্যালেঞ্জের মুখে পড়েও বল ধরে রেখে পাস দেন ডেভিড নুনেজকে। কিন্তু তার শট সরাসরি কোর্তোয়ার কাছে চলে যায়।

৩৪ মিনিটে গোলের দারুণ চেষ্টা করেন নুনেজ। বাঁ প্রান্ত থেকে নেওয়ার তার বাঁকানো শট আঙুলের ছোঁয়ায় লক্ষ্যভ্রষ্ট করেন কোর্তোয়া। তিনি মিনিট পর রিয়াল গোলরক্ষকের আবার পরীক্ষা নেয় লিভারপুল। এবার গাকপোর শক্তিশালী শট ঠেলে মাঠের বাইরে পাঠান তিনি।

রিয়ালও গোলের সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল না। ১৪ মিনিটে ভিনিসিউস জুনিয়রের শট চমৎকারভাবে ফিরিয়ে দেন লিভারপুল গোলকিপার আলিসন। ২০ মিনিটে কামাভিঙ্গার ২৫ গজ দূর থেকে নেওয়া শট আলিসনের আঙুল ছুঁয়ে ক্রসবারে লাগলে হতাশ হতে হয় মাদ্রিদ ক্লাবকে। কিছুক্ষণ পর লুকা মদরিচ বুক দিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে লক্ষ্যে শট মারেন, কিন্তু অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায় বল।

৭৮ মিনিটে ভিনিসিউসর পাস ধরে করিম বেনজেমা শট জালে জড়ায়। ফ্রান্স তারকা ম্যাচের একমাত্র গোল করেন। বেনজেমার এই গোলের পর লিভারপুলের ঘুরে দাঁড়ানোর ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে যায়।

এদিকে নাপোলি ৩-০ গোলে আইনত্রাখট ফ্রাঙ্কফুর্টকে দ্বিতীয় লেগে হারিয়েছে। দুই লেগে ৫-০ গোলের অগ্রগামিতায় তারা প্রথমবার কোয়ার্টার ফাইনালে। চলতি আসরে ইন্টার মিলান ও এসি মিলানের পর তৃতীয় ইতালিয়ান ক্লাব হিসেবে শেষ আটে নাপোলি।

শেষ আটে ওঠা অন্য দল হলো চেলসি, ম্যানসিটি, বেনফিকা ও বায়ার্ন মিউনিখ।