ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

র‍্যাশফোর্ডের গোলে জয়ের সুখস্মৃতি নিয়ে বছর শেষ করল ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য বিদায় নিতে যাওয়া ২০২২ ছিল ঘটনাবহুল এক বছর।চ্যাম্পিয়নস লিগ খেলতে না পারা, নতুন কোচের সাথে রোনালদোর বাজে সম্পর্ক, যার ধারাবাহিতায় ক্লাব থেকে সিআর সেভেনকে অব্যাহতিসহ নানা কারণে বছরজুড়ে আলোচনায় ছিল দলটি।

তবে বন্ধুর এই বছরটা শেষটা জয়ের সুখস্মৃতি নিয়ে করল ইউনাইটেড ।প্রিমিয়ার লিগে বছরের শেষ দিনে তারা উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ১-০ গোলে হারিয়েছ এরিক টেন হেগের দল।

এ নিয়ে বিশ্বকাপ বিরতির আগে-পরে মিলিয়ে লিগে টানা তিন ম্যাচ জিতল ইউনাইটেড,সব প্রতিযোগিতা মিলিয়ে জিতল টানা পাঁচ ম্যাচে।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকে একাধিক আক্রমণ করলেও গোলশুন্য সমতায় প্রথামার্ধ শেষ করে রেড ডেভিলসরা।৭৬ তম মিনিটে র‍্যাশফোর্ডের সৌজন্যে জয়সূচক গোলের দেখা পায় এরিক টেন হেগের দল। বাঁ দিকে বল পেয়ে ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডি-বক্সে ঢুকে পড়েন। সেখান থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন র‍্যাশফোর্ড।

১৬ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেডের। ২ পয়েন্ট কম নিয়ে একধাপ নিচে নেমে গেছে টটেনহ্যাম।আর ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউক্যাসল ইউনাইটেড।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

র‍্যাশফোর্ডের গোলে জয়ের সুখস্মৃতি নিয়ে বছর শেষ করল ইউনাইটেড

আপডেট সময় ০৪:০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য বিদায় নিতে যাওয়া ২০২২ ছিল ঘটনাবহুল এক বছর।চ্যাম্পিয়নস লিগ খেলতে না পারা, নতুন কোচের সাথে রোনালদোর বাজে সম্পর্ক, যার ধারাবাহিতায় ক্লাব থেকে সিআর সেভেনকে অব্যাহতিসহ নানা কারণে বছরজুড়ে আলোচনায় ছিল দলটি।

তবে বন্ধুর এই বছরটা শেষটা জয়ের সুখস্মৃতি নিয়ে করল ইউনাইটেড ।প্রিমিয়ার লিগে বছরের শেষ দিনে তারা উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ১-০ গোলে হারিয়েছ এরিক টেন হেগের দল।

এ নিয়ে বিশ্বকাপ বিরতির আগে-পরে মিলিয়ে লিগে টানা তিন ম্যাচ জিতল ইউনাইটেড,সব প্রতিযোগিতা মিলিয়ে জিতল টানা পাঁচ ম্যাচে।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকে একাধিক আক্রমণ করলেও গোলশুন্য সমতায় প্রথামার্ধ শেষ করে রেড ডেভিলসরা।৭৬ তম মিনিটে র‍্যাশফোর্ডের সৌজন্যে জয়সূচক গোলের দেখা পায় এরিক টেন হেগের দল। বাঁ দিকে বল পেয়ে ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডি-বক্সে ঢুকে পড়েন। সেখান থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন র‍্যাশফোর্ড।

১৬ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেডের। ২ পয়েন্ট কম নিয়ে একধাপ নিচে নেমে গেছে টটেনহ্যাম।আর ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউক্যাসল ইউনাইটেড।