ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদো-জর্জিনার বেলায় চোখ বন্ধ করে থাকবে সৌদি

ব্যাপারটা এমন নয় রোনালদো সৌদি আরবের আইন ভঙ্গ করেছেন। ইউরোপীয় ঘরানার জীবনযাপনে অভ্যস্ত পর্তুগিজ তারকার ব্যাপারে খুব ভালো করেই অবগত সৌদি আরবের ক্লাব আল নাসর। না হলে নিজেদের আইন তোয়াক্কা না করে তাকে কেনই বা রক্ষণশীল দেশটায় কিনে আনা? এটা ঠিক, সৌদি আরবের আইন অনুযায়ী তাদের লিভ টুগেদার সম্পর্কটা ‘বিবাহ-বহির্ভূত’। কিন্তু সৌদি আরবের আইনজীবীরা বলছেন, এক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে চোখে পর্দা দিয়ে রাখবে সৌদি কর্তৃপক্ষ। অর্থাৎ কোনও ঝামেলা ছাড়াই সেখানে থাকতে পারছেন সিআরসেভেন।

বার্তা সংস্থা ইএফইকে এক স্বস্তির খবরই দিয়েছেন এক আইনজীবী। এক্ষেত্রে পর্তুগিজ তারকা যে কোনও ধরনের বিপদের সম্মুখীন হচ্ছেন না সেটা এভাবেই বলেন তিনি, ‘এটা ঠিক বিয়ের চুক্তি ছাড়া সহবাস সৌদির আইনে নিষিদ্ধ একটি ব্যাপার। কিন্তু সম্প্রতি কর্তৃপক্ষ এসব ক্ষেত্রে কাউকে আইনের আওতায় না আনার এবং চোখে পর্দা দিয়ে থাকার নীতি অনুসরণ করছে। মূলত এসব আইন তখনই প্রয়োগ হয়, যখন কোনও ঝামেলা বা অপরাধের ঘটনা ঘটে।’

কয়দিন আগেই রোনালদো আল নাসরে রাজসিক অভ্যর্থনা পেয়েছেন। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে ভক্তের ফোন ভেঙে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় সেখানে অভিষেকটা বিলম্বিত হচ্ছে। গোল ডটকমের নতুন খবরে বলা হচ্ছে, ক্রিস্তিয়ানো রোনালদো হয়তো ২২ জানুয়ারি আল নাসরে অভিষেক ম্যাচটি খেলতে নামবেন। সেদিন তাদের প্রতিপক্ষ আল ইত্তিফাক। এর আগে ১৯ জানুয়ারি পিএসজির বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলার সম্ভাবনা আছে তার।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রোনালদো-জর্জিনার বেলায় চোখ বন্ধ করে থাকবে সৌদি

আপডেট সময় ০৩:৪১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩

ব্যাপারটা এমন নয় রোনালদো সৌদি আরবের আইন ভঙ্গ করেছেন। ইউরোপীয় ঘরানার জীবনযাপনে অভ্যস্ত পর্তুগিজ তারকার ব্যাপারে খুব ভালো করেই অবগত সৌদি আরবের ক্লাব আল নাসর। না হলে নিজেদের আইন তোয়াক্কা না করে তাকে কেনই বা রক্ষণশীল দেশটায় কিনে আনা? এটা ঠিক, সৌদি আরবের আইন অনুযায়ী তাদের লিভ টুগেদার সম্পর্কটা ‘বিবাহ-বহির্ভূত’। কিন্তু সৌদি আরবের আইনজীবীরা বলছেন, এক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে চোখে পর্দা দিয়ে রাখবে সৌদি কর্তৃপক্ষ। অর্থাৎ কোনও ঝামেলা ছাড়াই সেখানে থাকতে পারছেন সিআরসেভেন।

বার্তা সংস্থা ইএফইকে এক স্বস্তির খবরই দিয়েছেন এক আইনজীবী। এক্ষেত্রে পর্তুগিজ তারকা যে কোনও ধরনের বিপদের সম্মুখীন হচ্ছেন না সেটা এভাবেই বলেন তিনি, ‘এটা ঠিক বিয়ের চুক্তি ছাড়া সহবাস সৌদির আইনে নিষিদ্ধ একটি ব্যাপার। কিন্তু সম্প্রতি কর্তৃপক্ষ এসব ক্ষেত্রে কাউকে আইনের আওতায় না আনার এবং চোখে পর্দা দিয়ে থাকার নীতি অনুসরণ করছে। মূলত এসব আইন তখনই প্রয়োগ হয়, যখন কোনও ঝামেলা বা অপরাধের ঘটনা ঘটে।’

কয়দিন আগেই রোনালদো আল নাসরে রাজসিক অভ্যর্থনা পেয়েছেন। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে ভক্তের ফোন ভেঙে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় সেখানে অভিষেকটা বিলম্বিত হচ্ছে। গোল ডটকমের নতুন খবরে বলা হচ্ছে, ক্রিস্তিয়ানো রোনালদো হয়তো ২২ জানুয়ারি আল নাসরে অভিষেক ম্যাচটি খেলতে নামবেন। সেদিন তাদের প্রতিপক্ষ আল ইত্তিফাক। এর আগে ১৯ জানুয়ারি পিএসজির বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলার সম্ভাবনা আছে তার।