ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজ্যাভিষেক ঘটল ৪০তম রাজা তৃতীয় চার্লসের

ব্রিটেনের প্রায়াত রানি দ্বিতীয় এলিজাবেথের পর লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক ঘটেছে তার বড় ছেলে সাবেক প্রিন্স অফ ওয়েল্স তৃতীয় চার্লসের। গতকাল খ্রিস্টানদের পবিত্র গসপেলের ওপর হাত রেখে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ পাঠ করেছেন ৭৪ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস। এ সময় তিনি আইন ও চার্চ অব ইংল্যান্ডকে অক্ষুণœ রাখার শপথ নেন। নিজেকে একজন ‘বিশ্বাসী প্রোটেস্ট্যান্ট’ ঘোষণা দিয়ে তিনি বলেছেন যে, রাজা হিসেবে নিজের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি।

ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলি। শপথ অনুষ্ঠানের পর ক্যান্টারবুরির আর্চবিশপ বলেন, ‘আমরা প্রত্যেকে এখানে একজন রাজাকে মুকুট পরাতে এসেছি।’ এরপর, তিনি রাজা চার্লসকে আনুষ্ঠানিকভাবে ‘অ্যানোয়িন্টিং’ করেন অর্থাৎ ফিলিস্তিনের জেরুজালেম থেকে আনা পবিত্র জলপাই তেল মাখান। তারপর, প্রথামাফিক রাজাকে মুকুট পরিয়ে দেন ক্যান্টারবুরির আর্চবিশপ।

মুকুট পরানোর মধ্যদিয়ে রাজা চার্লসের রাজ্যাভিষেক সম্পন্ন হয়। একই সঙ্গে রাজ্যাভিষেক হয় চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলারও। ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি রাজমুকুটে রয়েচে ৪শ’ ৪৪টি রতœসহ বহুমূল্য রতœ রুবি, টোপাজ ও স্যাফায়ার। কুইন কনসোর্টকে পরিয়ে দেয়া হয় রানি মেরির মুকুট। রাজপরিবারের প্রথা অনুযায়ী, সাতশ’ বছরের পুরোনো ঐতিহাসিক সিংহাসনে বসেছিলেন চার্লস। এসময় তার পরনে ছিল সোনার জরি দিয়ে তৈরি রেশমের লম্বা কোট। রানী দ্বিতীয় এলিজাবেথ তার রাজ্যাভিষেকে এই কোট পরেছিলেন। এভাবেই ৭০ বছর ধরে সিংহাসনে থাকা রানি এলিজাবেথের মৃত্যু পর একজন রাজা পেল ব্রিটেন।

রাজা তৃতীয় চার্লস প্রথা অনুসারে যুক্তরাজ্য এবং আরও ১৪টি দেশের রাজা হয়েছেন। তার রাজ্যাভিষেকে যোগ দিতে ব্রিটেনে উপস্থিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের প্রায় ১শ’টি দেশের রাষ্ট্রপ্রধানরা। প্রায় দুই ঘণ্টা ব্যাপি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজার বড় ছেলে প্রিন্স উইলিয়াম, ছোট ছেলে প্রিন্স হ্যারি ও রাজপরিবারের অন্যান্য সদস্য সহ প্রায় ২ হাজার ৩শ’ বিশেষ অতিথি অংশ নেন।

অনুষ্ঠান শেষে রাজা চার্লস ও কুইন কনসর্ট গোল্ড স্টেট কোচ নামের স্বর্ণখচিত ঘোড়ার গাড়িতে চড়ে এক মাইল দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেন। এই শোভাযাত্রার মধ্য দিয়ে বাকিংহাম প্যালেসে ফেরেন রাজা চার্লস এবং রানি ক্যামিলা। এরপর বাকিংহাম প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে উদ্যাপনমূলক ফ্লাইপাস্ট (বিমানের মহড়া) দেখেন তারা। তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের গোটা আয়োজনে ব্যয় হয়েছে আনুমানিক ১০ কোটি পাউন্ড, যার পুরোটাই বহন করেছে ব্রিটিশ সরকার।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রাজ্যাভিষেক ঘটল ৪০তম রাজা তৃতীয় চার্লসের

আপডেট সময় ০৪:২১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

ব্রিটেনের প্রায়াত রানি দ্বিতীয় এলিজাবেথের পর লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক ঘটেছে তার বড় ছেলে সাবেক প্রিন্স অফ ওয়েল্স তৃতীয় চার্লসের। গতকাল খ্রিস্টানদের পবিত্র গসপেলের ওপর হাত রেখে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ পাঠ করেছেন ৭৪ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস। এ সময় তিনি আইন ও চার্চ অব ইংল্যান্ডকে অক্ষুণœ রাখার শপথ নেন। নিজেকে একজন ‘বিশ্বাসী প্রোটেস্ট্যান্ট’ ঘোষণা দিয়ে তিনি বলেছেন যে, রাজা হিসেবে নিজের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি।

ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলি। শপথ অনুষ্ঠানের পর ক্যান্টারবুরির আর্চবিশপ বলেন, ‘আমরা প্রত্যেকে এখানে একজন রাজাকে মুকুট পরাতে এসেছি।’ এরপর, তিনি রাজা চার্লসকে আনুষ্ঠানিকভাবে ‘অ্যানোয়িন্টিং’ করেন অর্থাৎ ফিলিস্তিনের জেরুজালেম থেকে আনা পবিত্র জলপাই তেল মাখান। তারপর, প্রথামাফিক রাজাকে মুকুট পরিয়ে দেন ক্যান্টারবুরির আর্চবিশপ।

মুকুট পরানোর মধ্যদিয়ে রাজা চার্লসের রাজ্যাভিষেক সম্পন্ন হয়। একই সঙ্গে রাজ্যাভিষেক হয় চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলারও। ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি রাজমুকুটে রয়েচে ৪শ’ ৪৪টি রতœসহ বহুমূল্য রতœ রুবি, টোপাজ ও স্যাফায়ার। কুইন কনসোর্টকে পরিয়ে দেয়া হয় রানি মেরির মুকুট। রাজপরিবারের প্রথা অনুযায়ী, সাতশ’ বছরের পুরোনো ঐতিহাসিক সিংহাসনে বসেছিলেন চার্লস। এসময় তার পরনে ছিল সোনার জরি দিয়ে তৈরি রেশমের লম্বা কোট। রানী দ্বিতীয় এলিজাবেথ তার রাজ্যাভিষেকে এই কোট পরেছিলেন। এভাবেই ৭০ বছর ধরে সিংহাসনে থাকা রানি এলিজাবেথের মৃত্যু পর একজন রাজা পেল ব্রিটেন।

রাজা তৃতীয় চার্লস প্রথা অনুসারে যুক্তরাজ্য এবং আরও ১৪টি দেশের রাজা হয়েছেন। তার রাজ্যাভিষেকে যোগ দিতে ব্রিটেনে উপস্থিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের প্রায় ১শ’টি দেশের রাষ্ট্রপ্রধানরা। প্রায় দুই ঘণ্টা ব্যাপি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজার বড় ছেলে প্রিন্স উইলিয়াম, ছোট ছেলে প্রিন্স হ্যারি ও রাজপরিবারের অন্যান্য সদস্য সহ প্রায় ২ হাজার ৩শ’ বিশেষ অতিথি অংশ নেন।

অনুষ্ঠান শেষে রাজা চার্লস ও কুইন কনসর্ট গোল্ড স্টেট কোচ নামের স্বর্ণখচিত ঘোড়ার গাড়িতে চড়ে এক মাইল দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেন। এই শোভাযাত্রার মধ্য দিয়ে বাকিংহাম প্যালেসে ফেরেন রাজা চার্লস এবং রানি ক্যামিলা। এরপর বাকিংহাম প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে উদ্যাপনমূলক ফ্লাইপাস্ট (বিমানের মহড়া) দেখেন তারা। তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের গোটা আয়োজনে ব্যয় হয়েছে আনুমানিক ১০ কোটি পাউন্ড, যার পুরোটাই বহন করেছে ব্রিটিশ সরকার।