ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রসিক নির্বাচন: ভোটাররা ইভিএম বিড়ম্বনায় ‘বিরক্ত’

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো দেখা গেলেও ইভিএম বিড়ম্বনায় লাইন হচ্ছে দীর্ঘ। এই বিড়ম্বনা পুরুষ বুথের চেয়ে নারী বুথে বেশি। অনেকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ইভিএম ত্রুটির বুলি শুন‌তে শুনতে বিরক্ত হয়ে ফিরে গেছেন বাড়িতে। তবে রসিক নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে, ইভিএমে কোনও প্রকারের ত্রুটির সংবাদ শোনামাত্র সমাধান করা হচ্ছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে তিনটার দিকে রসিক ২৮ নং ওয়ার্ডের তাজহাট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নারীদের দীর্ঘ লাইন। লাইনে দাঁড়িয়ে থাকা নাজমা নামের এক ভোটার আক্ষেপ করে রাইজিংবিডিকে বলেন, ‘আগে হামার কাগজোত ভালো ছিলো, সিল মারি চলি গেছি। লাইনে এতক্ষণ দাঁড়াই থাকা নাগে নাই। এখন কীসের টেপাটেপি ভোট বের হইছে। খালি কয় একটু ধৈর্য ধরেন। আর কেউ কেউ কয় মেশিন কাম করে না। এগলা শুনি আর লাইনোত থাকপার মন চাই না।’

এই কেন্দ্রের নারী ভোটদান কক্ষের বুথে গিয়ে দেখা যায়, ভোটাররা দরজার সামনে ভিড় জমিয়ে পুলিং এজেন্টদের প্রতি ক্ষিপ্ত হয়ে উচ্চবাচ্য করছেন। আর ভেতরে দুটি ইভিএম মেশিনের মধ্যে একটি সচল আছে, অপরটি ঠিক করতে নির্বাচন কমিশনের নিয়োজিত একজন অপারেটর চেষ্টা করছেন। অপারেটরকে জিজ্ঞাসা করলে উত্তরে বলেন, মেশিনটির একটু ত্রুটি হয়েছে সেরে যাবে। আর আপনি সাংবাদিক এখানে এসেছেন কেন, প্রিজাইডিং অফিসার সাথে কথা বলেন।

ঠিক তখনই অপেক্ষারত একজন নারী ভোটার বলে উঠলেন, ‘ভাই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, মেশিন ঠিক হচ্ছে না আমরা চলে যাব না থাকবো বিষয়টি বুঝতে পারছি না। এনাদের জিজ্ঞাসা করলে খালি বলে একটু ধৈর্য ধরেন ঠিক হচ্ছে। লোক আসতেছে এ ধরনের কথা আর কত শুনি।’

 

এদিকে, ভোটকেন্দ্রের মাঠে অস্থিরভাবে ছুটতে থাকা অবস্থায় ওয়ার্ডটির করাত প্রতীকের শাহাদাত হোসেন নামের একজন কাউন্সিলর প্রার্থী বলেন, ‘ভাই আমি অনেকক্ষণ আগেই শুনেছি আমার এই তাজহাট কেন্দ্রের নারী বুথের ইভিএম সমস্যা। বিষয়টি এই ওয়ার্ডের দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসারকে অবগত করেছি। তিনি বলেছেন, দ্রুত ব্যবস্থা নিতে লোক পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নারী বুথের মেশিন সচল হয়নি। আমার অনেক ভোটার ধৈর্যহারা হয়ে চলে গেছেন। বিষয়টি খুবই দুঃখজনক।’

অন্যদিকে রসিক রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন রাইজিংবিডিকে বলেন, ‘নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। দু’একটি জায়গা থেকে ইভিএমে ভোট দিতে একটু সমস্যার কথা শোনা গেছে। কিন্তু আমরা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করেছি।’

উল্লেখ্য, দেশের তৃতীয় বৃহত্তম এই সিটিতে ২২৯টি কেন্দ্রে হাজার ৩৪৯ বুথে ইভিএমের মাধ্যমে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নগরে মেয়র পদে লড়ছেন ৯ জন প্রার্থী ও ৩৩টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ৬৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রসিক নির্বাচন: ভোটাররা ইভিএম বিড়ম্বনায় ‘বিরক্ত’

আপডেট সময় ০৩:৫০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো দেখা গেলেও ইভিএম বিড়ম্বনায় লাইন হচ্ছে দীর্ঘ। এই বিড়ম্বনা পুরুষ বুথের চেয়ে নারী বুথে বেশি। অনেকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ইভিএম ত্রুটির বুলি শুন‌তে শুনতে বিরক্ত হয়ে ফিরে গেছেন বাড়িতে। তবে রসিক নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে, ইভিএমে কোনও প্রকারের ত্রুটির সংবাদ শোনামাত্র সমাধান করা হচ্ছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে তিনটার দিকে রসিক ২৮ নং ওয়ার্ডের তাজহাট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নারীদের দীর্ঘ লাইন। লাইনে দাঁড়িয়ে থাকা নাজমা নামের এক ভোটার আক্ষেপ করে রাইজিংবিডিকে বলেন, ‘আগে হামার কাগজোত ভালো ছিলো, সিল মারি চলি গেছি। লাইনে এতক্ষণ দাঁড়াই থাকা নাগে নাই। এখন কীসের টেপাটেপি ভোট বের হইছে। খালি কয় একটু ধৈর্য ধরেন। আর কেউ কেউ কয় মেশিন কাম করে না। এগলা শুনি আর লাইনোত থাকপার মন চাই না।’

এই কেন্দ্রের নারী ভোটদান কক্ষের বুথে গিয়ে দেখা যায়, ভোটাররা দরজার সামনে ভিড় জমিয়ে পুলিং এজেন্টদের প্রতি ক্ষিপ্ত হয়ে উচ্চবাচ্য করছেন। আর ভেতরে দুটি ইভিএম মেশিনের মধ্যে একটি সচল আছে, অপরটি ঠিক করতে নির্বাচন কমিশনের নিয়োজিত একজন অপারেটর চেষ্টা করছেন। অপারেটরকে জিজ্ঞাসা করলে উত্তরে বলেন, মেশিনটির একটু ত্রুটি হয়েছে সেরে যাবে। আর আপনি সাংবাদিক এখানে এসেছেন কেন, প্রিজাইডিং অফিসার সাথে কথা বলেন।

ঠিক তখনই অপেক্ষারত একজন নারী ভোটার বলে উঠলেন, ‘ভাই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, মেশিন ঠিক হচ্ছে না আমরা চলে যাব না থাকবো বিষয়টি বুঝতে পারছি না। এনাদের জিজ্ঞাসা করলে খালি বলে একটু ধৈর্য ধরেন ঠিক হচ্ছে। লোক আসতেছে এ ধরনের কথা আর কত শুনি।’

 

এদিকে, ভোটকেন্দ্রের মাঠে অস্থিরভাবে ছুটতে থাকা অবস্থায় ওয়ার্ডটির করাত প্রতীকের শাহাদাত হোসেন নামের একজন কাউন্সিলর প্রার্থী বলেন, ‘ভাই আমি অনেকক্ষণ আগেই শুনেছি আমার এই তাজহাট কেন্দ্রের নারী বুথের ইভিএম সমস্যা। বিষয়টি এই ওয়ার্ডের দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসারকে অবগত করেছি। তিনি বলেছেন, দ্রুত ব্যবস্থা নিতে লোক পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নারী বুথের মেশিন সচল হয়নি। আমার অনেক ভোটার ধৈর্যহারা হয়ে চলে গেছেন। বিষয়টি খুবই দুঃখজনক।’

অন্যদিকে রসিক রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন রাইজিংবিডিকে বলেন, ‘নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। দু’একটি জায়গা থেকে ইভিএমে ভোট দিতে একটু সমস্যার কথা শোনা গেছে। কিন্তু আমরা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করেছি।’

উল্লেখ্য, দেশের তৃতীয় বৃহত্তম এই সিটিতে ২২৯টি কেন্দ্রে হাজার ৩৪৯ বুথে ইভিএমের মাধ্যমে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নগরে মেয়র পদে লড়ছেন ৯ জন প্রার্থী ও ৩৩টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ৬৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।