ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

যেকোনও বিপদে আপনাদের পাশে আছে পুলিশ: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘আপনাদের সবার ধারণা পুলিশ শুধু দিনরাত আইনশৃঙ্খলা ঠিক রাখা ও চোর-ডাকাতের পেছনেই ব্যস্ত থাকে, পুলিশের মনে দয়া-মায়া বলে কিছু নেই। পুলিশ আপনাদের মতোই মানুষ, আপনাদের মতোই দয়া-মায়া তাদের মধ্যেও আছে। মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়ায় পুলিশ সদস্যরা।’

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপির ৫০টি থানা এলাকার ৬০০ অসহায় ও দুঃস্থের মাঝে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, ‘গত ১৫ এপ্রিল আপনারা দেখেছেন নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় পুলিশ সদস্যরা কাঁধে করে ব্যবসায়ীদের মালামাল উদ্ধার করেছেন। যে কোনও বিপদে আপনাদের পাশে আছে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের বিপদে আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের স্বার্থে মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের তথ্য দেবেন, আমরা ব্যবস্থা নেবো।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

যেকোনও বিপদে আপনাদের পাশে আছে পুলিশ: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৫:১৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘আপনাদের সবার ধারণা পুলিশ শুধু দিনরাত আইনশৃঙ্খলা ঠিক রাখা ও চোর-ডাকাতের পেছনেই ব্যস্ত থাকে, পুলিশের মনে দয়া-মায়া বলে কিছু নেই। পুলিশ আপনাদের মতোই মানুষ, আপনাদের মতোই দয়া-মায়া তাদের মধ্যেও আছে। মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়ায় পুলিশ সদস্যরা।’

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপির ৫০টি থানা এলাকার ৬০০ অসহায় ও দুঃস্থের মাঝে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, ‘গত ১৫ এপ্রিল আপনারা দেখেছেন নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় পুলিশ সদস্যরা কাঁধে করে ব্যবসায়ীদের মালামাল উদ্ধার করেছেন। যে কোনও বিপদে আপনাদের পাশে আছে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের বিপদে আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের স্বার্থে মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের তথ্য দেবেন, আমরা ব্যবস্থা নেবো।’