ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে ফের রাশিয়ার হুমকি

যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বৃহস্পতিবার তিনি বলেছেন, শিগগিরই ন্যাটো ভূখণ্ডের কাছে পৌঁছে যাবে রাশিয়ার অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেন যুদ্ধের বিরোধিতাকারী রুশ নাগরিকদের পাশে আছে যুক্তরাষ্ট্র–মস্কোর মার্কিন দূতাবাস এমন মন্তব্যের পর এই হুমকি দিলেন মেদভেদেভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ। এতে ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কে গভীর সংকট তৈরি করেছে।

আটলান্টিকে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ ইঙ্গিত করে মেদভেদেভ বলেছেন, নতুন বছরের প্রধান উপহার হলো জিরকন ক্ষেপণাস্ত্রের একটি প্যাকেজ গতকাল ন্যাটো দেশগুলোর উপকূলের দিকে রওনা দিয়েছে।

মেদভেদেভ বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র মার্কিন উপকূল থেকে ১০০ মাইলের মধ্যে মোতায়েন করা হতে পারে। ফলে উল্লাস করুন! যারা রাশিয়া ও আমাদের মিত্রদের জন্য সরাসরি হুমকি হয়ে উঠবে তাদেরকে জাগিয়ে তুলবে।

মস্কোতে মার্কিন দূতাবাস একটি ভিডিও বার্তায় ইউক্রেনে যুদ্ধের বিরোধিতাকারী রুশদের প্রতি সমর্থন জানানো হয়। রুশ নাগরিকদের প্রতি আবেদন শিরোনামের ৫০ সেকেন্ডের ভিডিওতে ইউক্রেনে বোমাবর্ষণে ক্ষয়ক্ষতির ছবি যুক্ত করা হয়েছে। এতে রুশ নেতা লিওনিদ ব্রেজনেভ, মিখাইল গর্বাচেভ ও বরিস ইয়েলেৎসিনকে দেখানো হলেও পুতিনকে অন্তর্ভুক্ত করা হয়নি।

পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেদভেদেভ ভিডিওটির সমালোচনা করেছেন। তিনি মার্কিন সরকারকে পাগল হিসেবে উল্লেখ করে বলেছেন, তারা নাৎসি প্রচারক জোসেফ গোয়েবলেসের কৌশল ব্যবহার করছে।

যুদ্ধ শুরুর পর মেদভেদেভের মন্তব্য ক্রমশ আক্রমণাত্মক হচ্ছে। যদিও তার মন্তব্য প্রায়ই ক্রেমলিনের শীর্ষ পর্যায়ের অভিজাতদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে ফের রাশিয়ার হুমকি

আপডেট সময় ০৩:৪৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বৃহস্পতিবার তিনি বলেছেন, শিগগিরই ন্যাটো ভূখণ্ডের কাছে পৌঁছে যাবে রাশিয়ার অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেন যুদ্ধের বিরোধিতাকারী রুশ নাগরিকদের পাশে আছে যুক্তরাষ্ট্র–মস্কোর মার্কিন দূতাবাস এমন মন্তব্যের পর এই হুমকি দিলেন মেদভেদেভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ। এতে ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কে গভীর সংকট তৈরি করেছে।

আটলান্টিকে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ ইঙ্গিত করে মেদভেদেভ বলেছেন, নতুন বছরের প্রধান উপহার হলো জিরকন ক্ষেপণাস্ত্রের একটি প্যাকেজ গতকাল ন্যাটো দেশগুলোর উপকূলের দিকে রওনা দিয়েছে।

মেদভেদেভ বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র মার্কিন উপকূল থেকে ১০০ মাইলের মধ্যে মোতায়েন করা হতে পারে। ফলে উল্লাস করুন! যারা রাশিয়া ও আমাদের মিত্রদের জন্য সরাসরি হুমকি হয়ে উঠবে তাদেরকে জাগিয়ে তুলবে।

মস্কোতে মার্কিন দূতাবাস একটি ভিডিও বার্তায় ইউক্রেনে যুদ্ধের বিরোধিতাকারী রুশদের প্রতি সমর্থন জানানো হয়। রুশ নাগরিকদের প্রতি আবেদন শিরোনামের ৫০ সেকেন্ডের ভিডিওতে ইউক্রেনে বোমাবর্ষণে ক্ষয়ক্ষতির ছবি যুক্ত করা হয়েছে। এতে রুশ নেতা লিওনিদ ব্রেজনেভ, মিখাইল গর্বাচেভ ও বরিস ইয়েলেৎসিনকে দেখানো হলেও পুতিনকে অন্তর্ভুক্ত করা হয়নি।

পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেদভেদেভ ভিডিওটির সমালোচনা করেছেন। তিনি মার্কিন সরকারকে পাগল হিসেবে উল্লেখ করে বলেছেন, তারা নাৎসি প্রচারক জোসেফ গোয়েবলেসের কৌশল ব্যবহার করছে।

যুদ্ধ শুরুর পর মেদভেদেভের মন্তব্য ক্রমশ আক্রমণাত্মক হচ্ছে। যদিও তার মন্তব্য প্রায়ই ক্রেমলিনের শীর্ষ পর্যায়ের অভিজাতদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।