ঢাকা , রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

মা হলেন মাহিয়া মাহি

প্রথম সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

খবরটি নিশ্চিত করেছেন মাহির স্বামী রকিব সরকার। জানান, মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।

এর আগে রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তখনই সবাই অনুমান করেছেন নতুন অতিথির বিষয়টি।
এর আগে গত বছরের আগস্টে মা হওয়ার খবর জানিয়েছিলেন মাহি নিজেই। তখন এই নায়িকা বলেছিলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’

গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি।
কাকতালীয় তথ্য হলো, নিকট অতীতে ঢালিউডের যে ক’জন তারকা বাবা কিংবা মা হয়েছেন; প্রত্যেকের ঘরে এসেছে পুত্র সন্তান। এই তালিকায় রয়েছেন শাকিব খান-অপু বিশ্বাস, শাকিব খান-বুবলী, শরিফুল রাজ-পরীমণি, সিয়াম আহমেদ এবং সবশেষে মাহিয়া মাহি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

মা হলেন মাহিয়া মাহি

আপডেট সময় ০৪:৫৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

প্রথম সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

খবরটি নিশ্চিত করেছেন মাহির স্বামী রকিব সরকার। জানান, মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।

এর আগে রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তখনই সবাই অনুমান করেছেন নতুন অতিথির বিষয়টি।
এর আগে গত বছরের আগস্টে মা হওয়ার খবর জানিয়েছিলেন মাহি নিজেই। তখন এই নায়িকা বলেছিলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’

গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি।
কাকতালীয় তথ্য হলো, নিকট অতীতে ঢালিউডের যে ক’জন তারকা বাবা কিংবা মা হয়েছেন; প্রত্যেকের ঘরে এসেছে পুত্র সন্তান। এই তালিকায় রয়েছেন শাকিব খান-অপু বিশ্বাস, শাকিব খান-বুবলী, শরিফুল রাজ-পরীমণি, সিয়াম আহমেদ এবং সবশেষে মাহিয়া মাহি।