ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ভিক্ষুকের কাছে ফেলে যাওয়া শিশুটির ঠাঁই হলো কাউন্সিলরের ঘরে

বৃদ্ধা ভিক্ষুকের কোলে রেখে যাওয়া মাস ছয়েকের ফুটফুটে ছেলে শিশুটির দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদকে। পরিবারকে খুঁজে না পাওয়া পর্যন্ত শিশুটিকে নিজ বাড়িতে রেখেই লালন-পালন করবেন তিনি।

কাউন্সিলর জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, ভিক্ষুকের কাছ থেকে উদ্ধার করা পরিচয়হীন শিশুটিকে বুধবার (১ মার্চ) সন্ধ্যায় আমার অফিসে রাখা হয়। তখন পুলিশ সুপার আমার অফিসে এসে শিশুটির খোঁজ-খবর নেন। এসময় তিনি শিশুটিকে কোলে নিয়ে আদর করেন। শিশুর পরিবারকে খুঁজে না পাওয়া পর্যন্ত শিশুটিকে আমার তত্ত্বাবধানে রাখা হয়েছে। পুলিশ সুপার শহর পুলিশ ফাঁড়ির সদস্যদেরও নির্দেশ দিয়েছেন শিশুটির খোঁজ-খবর রাখতে এবং তার পরিবারকে খুঁজে বের করতে।

এর আগে বুধবার (১ মার্চ) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে অজ্ঞাতপরিচয় এক নারী ওয়াশরুমে যাওয়ার কথা বলে তার কোলের শিশুকে সালমা বেগম (৭০) নামে এক ভিক্ষুকের কোলে রেখে যান। কিন্তু এরপর আড়াই-তিন ঘণ্টা পার হয়ে গেলেও ওই নারী আর ফিরে আসেননি। পরে ওই বৃদ্ধা স্থানীয়দের বিষয়টি জানালে তারা ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে খবর দেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ শিশুটিকে উদ্ধার করে কাউন্সিলরের জিম্মায় দেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভিক্ষুকের কাছে ফেলে যাওয়া শিশুটির ঠাঁই হলো কাউন্সিলরের ঘরে

আপডেট সময় ০৪:৪৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

বৃদ্ধা ভিক্ষুকের কোলে রেখে যাওয়া মাস ছয়েকের ফুটফুটে ছেলে শিশুটির দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদকে। পরিবারকে খুঁজে না পাওয়া পর্যন্ত শিশুটিকে নিজ বাড়িতে রেখেই লালন-পালন করবেন তিনি।

কাউন্সিলর জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, ভিক্ষুকের কাছ থেকে উদ্ধার করা পরিচয়হীন শিশুটিকে বুধবার (১ মার্চ) সন্ধ্যায় আমার অফিসে রাখা হয়। তখন পুলিশ সুপার আমার অফিসে এসে শিশুটির খোঁজ-খবর নেন। এসময় তিনি শিশুটিকে কোলে নিয়ে আদর করেন। শিশুর পরিবারকে খুঁজে না পাওয়া পর্যন্ত শিশুটিকে আমার তত্ত্বাবধানে রাখা হয়েছে। পুলিশ সুপার শহর পুলিশ ফাঁড়ির সদস্যদেরও নির্দেশ দিয়েছেন শিশুটির খোঁজ-খবর রাখতে এবং তার পরিবারকে খুঁজে বের করতে।

এর আগে বুধবার (১ মার্চ) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে অজ্ঞাতপরিচয় এক নারী ওয়াশরুমে যাওয়ার কথা বলে তার কোলের শিশুকে সালমা বেগম (৭০) নামে এক ভিক্ষুকের কোলে রেখে যান। কিন্তু এরপর আড়াই-তিন ঘণ্টা পার হয়ে গেলেও ওই নারী আর ফিরে আসেননি। পরে ওই বৃদ্ধা স্থানীয়দের বিষয়টি জানালে তারা ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে খবর দেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ শিশুটিকে উদ্ধার করে কাউন্সিলরের জিম্মায় দেন।