ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটে‌নে অভিবাসনে নতুন রেকর্ড

ব্রিটে‌নে ২০২২ সালে নেট মাই‌গ্রেশন ছয় লাখ ছয় হাজারে পৌঁছে‌ছে। বৃহস্পতিবার (২৫ মে) ব্রিটিশ সরকার এ তথ‌্য প্রকাশ ক‌রেছে।

এক বছ‌রে মাইগ্রেশন বৃ‌দ্ধির হার রেকর্ডসংখ‌্যক। এ‌দের ম‌ধ্যে ৫২ হাজার হংকং ও ১ লাখ ১৪ হাজার ইউক্রেন থেকে এসেছেন। অন‌্যদিকে ২০২২ সা‌লে ৩৭ লাখ ৯৪৮ জন‌কে ব্রিটেন থে‌কে নিজ নিজ দে‌শে ফেরত পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এ প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বৃহস্প‌তিবার বলে‌ছেন, আমরা ব্রিটে‌নে অভিবাসীর সংখ্যা কমা‌তে চাই।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ব্রিটে‌নে অভিবাসনে নতুন রেকর্ড

আপডেট সময় ০৪:২৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

ব্রিটে‌নে ২০২২ সালে নেট মাই‌গ্রেশন ছয় লাখ ছয় হাজারে পৌঁছে‌ছে। বৃহস্পতিবার (২৫ মে) ব্রিটিশ সরকার এ তথ‌্য প্রকাশ ক‌রেছে।

এক বছ‌রে মাইগ্রেশন বৃ‌দ্ধির হার রেকর্ডসংখ‌্যক। এ‌দের ম‌ধ্যে ৫২ হাজার হংকং ও ১ লাখ ১৪ হাজার ইউক্রেন থেকে এসেছেন। অন‌্যদিকে ২০২২ সা‌লে ৩৭ লাখ ৯৪৮ জন‌কে ব্রিটেন থে‌কে নিজ নিজ দে‌শে ফেরত পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এ প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বৃহস্প‌তিবার বলে‌ছেন, আমরা ব্রিটে‌নে অভিবাসীর সংখ্যা কমা‌তে চাই।