ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিস্ফোরণের ঘটনায় রাজউকের দুই তদন্ত কমিটি

রাজধানীর সিদ্দিকবাজারে ক্যাফে কুইন স্যানিটারি মার্কেট বিস্ফোরণের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একটি তদন্ত কমিটি কাজ করবে বিস্ফোরণ বিষয় নিয়ে। অন্য তদন্ত কমিটি হবে ভবনের কী হবে, সে বিষয় নিয়ে।

বুধবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টায় রাজউক অঞ্চল-৫-এর পরিচালক হামিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে তথ্য নিশ্চিত করে বলেন, ‘সিদ্দিকবাজার বিস্ফোরণের ঘটনার কারণ খুঁজতে একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি হবে। তার প্রধান থাকছি আমি।’

এ ছাড়া ভবনটি এখন কী অবস্থায় থাকবে, সে বিষয় নিয়ে আরও ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করা হবে বলে জানান রাজউকের এই পরিচালক।

ভবনের বিষয়ে ছয় সদস্যের কমিটিতে থাকবেন আহ্বায়ক রাজউকের (সদস্য) মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমেদ চৌধুরী। এ ছাড়া কমিটির সদস্য হচ্ছেন বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. রাকিব আহসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান, রাজউকের প্রকল্প পরিচালক ড. ইঞ্জিনিয়ার আবদুল লতিফ হেলালী ও অথরাইজড অফিসার রংগন মন্ডল।

বিস্ফোরণের ঘটনায় রাজউকের দুই তদন্ত কমিটি
হামিদুল ইসলাম জানান, পৌর ভবনের সামনে যান চলাচলের রাস্তা হওয়ায় ভবনটি সরিয়ে নেওয়া হবে কি না, সে বিষয়ে তদন্ত কমিটি করা হবে। কারণ, ইতিমধ্যেই ভবনটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঝুঁকিমুক্ত বলে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে।

বিস্ফোরিত ভবনের সামনে থেকে ইতোমধ্যে ডিএনসিসির পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মীরা এসে সবকিছু পরিষ্কার করে নিয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট একটি অ্যাম্বুলেন্স নিয়ে অবস্থান করছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বিস্ফোরণের ঘটনায় রাজউকের দুই তদন্ত কমিটি

আপডেট সময় ০৪:১৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

রাজধানীর সিদ্দিকবাজারে ক্যাফে কুইন স্যানিটারি মার্কেট বিস্ফোরণের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একটি তদন্ত কমিটি কাজ করবে বিস্ফোরণ বিষয় নিয়ে। অন্য তদন্ত কমিটি হবে ভবনের কী হবে, সে বিষয় নিয়ে।

বুধবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টায় রাজউক অঞ্চল-৫-এর পরিচালক হামিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে তথ্য নিশ্চিত করে বলেন, ‘সিদ্দিকবাজার বিস্ফোরণের ঘটনার কারণ খুঁজতে একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি হবে। তার প্রধান থাকছি আমি।’

এ ছাড়া ভবনটি এখন কী অবস্থায় থাকবে, সে বিষয় নিয়ে আরও ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করা হবে বলে জানান রাজউকের এই পরিচালক।

ভবনের বিষয়ে ছয় সদস্যের কমিটিতে থাকবেন আহ্বায়ক রাজউকের (সদস্য) মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমেদ চৌধুরী। এ ছাড়া কমিটির সদস্য হচ্ছেন বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. রাকিব আহসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান, রাজউকের প্রকল্প পরিচালক ড. ইঞ্জিনিয়ার আবদুল লতিফ হেলালী ও অথরাইজড অফিসার রংগন মন্ডল।

বিস্ফোরণের ঘটনায় রাজউকের দুই তদন্ত কমিটি
হামিদুল ইসলাম জানান, পৌর ভবনের সামনে যান চলাচলের রাস্তা হওয়ায় ভবনটি সরিয়ে নেওয়া হবে কি না, সে বিষয়ে তদন্ত কমিটি করা হবে। কারণ, ইতিমধ্যেই ভবনটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঝুঁকিমুক্ত বলে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে।

বিস্ফোরিত ভবনের সামনে থেকে ইতোমধ্যে ডিএনসিসির পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মীরা এসে সবকিছু পরিষ্কার করে নিয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট একটি অ্যাম্বুলেন্স নিয়ে অবস্থান করছে।