ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়ের পারিশ্রমিক ১৯২ কোটি টাকা!

রজনীকান্তের পর তামিল সিনেমায় সবচেয়ে সফল তারকা থালাপতি বিজয়। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে নিজেকে গোটা ভারতের অন্যতম তারকা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। বুধবার (১১ জানুয়ারি) মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ভারিসু’। তাই তামিল ইন্ডাস্ট্রি আপাতত এই সিনেমা নিয়ে মেতে আছে।

আগেই জানা গেছে, ‘ভারিসু’ সিনেমার বাজেট ২০০ কোটি রুপির বেশি। তবে এবার বিশ্বস্ত সূত্রে পিঙ্কভিলা জানালো, সিনেমাটির জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন বিজয়। নির্দিষ্ট করে বললে, অঙ্কটা ১৫০ কোটি রুপি! অর্থাৎ এই এক সিনেমার জন্য বিজয় নিচ্ছেন বাংলাদেশি মুদ্রায় ১৯২ কোটি ৮০ লাখ টাকা!

এত টাকা পারিশ্রমিক বলিউডের শীর্ষ তারকারাও সচরাচর নেন না। ফলে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে থালাপতি বিজয়ের নামটি এখন উল্লেখ করা যেতেই পারে।

বিজয়ের মোটা অঙ্কের পারিশ্রমিকের ফলে সিনেমার বাজেট স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। তাই বলে মোটেও শঙ্কিত নন প্রযোজকরা। কারণ, দক্ষিণ ভারতে বিজয়ের জনপ্রিয়তা নিয়ে কারও সংশয় নেই। তার নামেই সেখানে সিনেমা হিট হয়ে যায়। যেটার সর্বশেষ উদাহরণ ‘বিস্ট’। গেলো বছরের এপ্রিলে মুক্তি পাওয়া এই সিনেমার গল্প-চিত্রনাট্য অতিশয় দুর্বল হলেও কেবল বিজয়ের স্টারডমে বক্স অফিসে সাফল্য পেয়েছিল।

‘ভারিসু’ নির্মাণ করেছেন ভামসি পেইদিপাল্লি। প্রযোজনায় দিল রাজু ও সিরিশ। সিনেমাটিতে বিজয়ের বিপরীতে নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। আরও আছেন প্রভু, আর শরৎকুমার, প্রকাশ রাজ, শ্রীকান্ত প্রমুখ। ১১ জানুয়ারি তামিল ভাষায় মুক্তি পাচ্ছে এটি। এরপর ১৩ জানুয়ারি হিন্দি এবং ১৪ জানুয়ারি তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বিজয়ের পারিশ্রমিক ১৯২ কোটি টাকা!

আপডেট সময় ০৪:৩৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

রজনীকান্তের পর তামিল সিনেমায় সবচেয়ে সফল তারকা থালাপতি বিজয়। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে নিজেকে গোটা ভারতের অন্যতম তারকা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। বুধবার (১১ জানুয়ারি) মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ভারিসু’। তাই তামিল ইন্ডাস্ট্রি আপাতত এই সিনেমা নিয়ে মেতে আছে।

আগেই জানা গেছে, ‘ভারিসু’ সিনেমার বাজেট ২০০ কোটি রুপির বেশি। তবে এবার বিশ্বস্ত সূত্রে পিঙ্কভিলা জানালো, সিনেমাটির জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন বিজয়। নির্দিষ্ট করে বললে, অঙ্কটা ১৫০ কোটি রুপি! অর্থাৎ এই এক সিনেমার জন্য বিজয় নিচ্ছেন বাংলাদেশি মুদ্রায় ১৯২ কোটি ৮০ লাখ টাকা!

এত টাকা পারিশ্রমিক বলিউডের শীর্ষ তারকারাও সচরাচর নেন না। ফলে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে থালাপতি বিজয়ের নামটি এখন উল্লেখ করা যেতেই পারে।

বিজয়ের মোটা অঙ্কের পারিশ্রমিকের ফলে সিনেমার বাজেট স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। তাই বলে মোটেও শঙ্কিত নন প্রযোজকরা। কারণ, দক্ষিণ ভারতে বিজয়ের জনপ্রিয়তা নিয়ে কারও সংশয় নেই। তার নামেই সেখানে সিনেমা হিট হয়ে যায়। যেটার সর্বশেষ উদাহরণ ‘বিস্ট’। গেলো বছরের এপ্রিলে মুক্তি পাওয়া এই সিনেমার গল্প-চিত্রনাট্য অতিশয় দুর্বল হলেও কেবল বিজয়ের স্টারডমে বক্স অফিসে সাফল্য পেয়েছিল।

‘ভারিসু’ নির্মাণ করেছেন ভামসি পেইদিপাল্লি। প্রযোজনায় দিল রাজু ও সিরিশ। সিনেমাটিতে বিজয়ের বিপরীতে নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। আরও আছেন প্রভু, আর শরৎকুমার, প্রকাশ রাজ, শ্রীকান্ত প্রমুখ। ১১ জানুয়ারি তামিল ভাষায় মুক্তি পাচ্ছে এটি। এরপর ১৩ জানুয়ারি হিন্দি এবং ১৪ জানুয়ারি তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।