ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় ৪০০ বছরের পুরোনো পোড়াদহ মাছের মেলা

বগুড়ায় ৪০০ বছরের পুরোনো পোড়াদহ মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। এর আগে, মেলার মূল আকর্ষণ হিসেবে থাকত দুই থেকে আড়াই মণ ওজনের বাঘাইর মাছ। তবে, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বাঘাইড় মাছকে মহাবিপন্ন ঘোষণা করায় দুই বছর ধরে মাছ‌টি বিক্রি নিষিদ্ধ রয়েছে। যে কারণে মেলায় বড় আকারের রুই, কাতল, মৃগেল ও সিলভার কার্প উঠে। এবা‌র স‌র্বোচ্চ ৪০ কেজি ওজনের ব্ল্যাক কার্প উঠেছিল মেলায়।

পোড়াদহ মেলার মূল আকর্ষণ বড় সাইজের মাছের পরেই বড় এবং বিভিন্ন আকৃতির মিষ্টির। এছাড়া রয়েছে নাগরদোলা, সার্কাসসহ ছোট বাচ্চাদের বিভিন্ন রাইড।

 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) মেলা ঘুরে দেখা গেছে, শিশু থেকে নারী সকল বয়সী মানুষ মেলায় এসেছেন। মেলায় আগতদের প্রায় সবারই নজর ছিল মাছের উপর। বিভিন্ন প্রজাতির মাছও কিনেছেন তারা।

মেলায় আগত কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা জানান, এই মেলা স্থানীয় এবং আশপাশের গ্রামের লোকদের কাছে বড় উৎসবের। তাই প্রতিবছর মেলাকে ঘিরে বিভিন্ন পরিকল্পনা থাকে।

দূর-দূরান্তের আত্মীয়স্বজনদের দাওয়াত দেওয়া হয়। মেলাকে কেন্দ্র করেই স্থানীয় প্রতিটি বাড়িতে প্রায় ১০ হাজার টাকার মতো খরচ হয়। কেউ কেউ ৫০ হাজার বা তারও বেশি খরচ করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ৪০০ বছরের পুরোনো পোড়াদহ মাছের মেলা

আপডেট সময় ০৩:২৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

বগুড়ায় ৪০০ বছরের পুরোনো পোড়াদহ মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। এর আগে, মেলার মূল আকর্ষণ হিসেবে থাকত দুই থেকে আড়াই মণ ওজনের বাঘাইর মাছ। তবে, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বাঘাইড় মাছকে মহাবিপন্ন ঘোষণা করায় দুই বছর ধরে মাছ‌টি বিক্রি নিষিদ্ধ রয়েছে। যে কারণে মেলায় বড় আকারের রুই, কাতল, মৃগেল ও সিলভার কার্প উঠে। এবা‌র স‌র্বোচ্চ ৪০ কেজি ওজনের ব্ল্যাক কার্প উঠেছিল মেলায়।

পোড়াদহ মেলার মূল আকর্ষণ বড় সাইজের মাছের পরেই বড় এবং বিভিন্ন আকৃতির মিষ্টির। এছাড়া রয়েছে নাগরদোলা, সার্কাসসহ ছোট বাচ্চাদের বিভিন্ন রাইড।

 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) মেলা ঘুরে দেখা গেছে, শিশু থেকে নারী সকল বয়সী মানুষ মেলায় এসেছেন। মেলায় আগতদের প্রায় সবারই নজর ছিল মাছের উপর। বিভিন্ন প্রজাতির মাছও কিনেছেন তারা।

মেলায় আগত কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা জানান, এই মেলা স্থানীয় এবং আশপাশের গ্রামের লোকদের কাছে বড় উৎসবের। তাই প্রতিবছর মেলাকে ঘিরে বিভিন্ন পরিকল্পনা থাকে।

দূর-দূরান্তের আত্মীয়স্বজনদের দাওয়াত দেওয়া হয়। মেলাকে কেন্দ্র করেই স্থানীয় প্রতিটি বাড়িতে প্রায় ১০ হাজার টাকার মতো খরচ হয়। কেউ কেউ ৫০ হাজার বা তারও বেশি খরচ করেন।