ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

চলছে অমর একুশে বইমেলার দশম দিন। মেলার অন্য দিনগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় স্বাভাবিক থাকলেও আজ সে ভিড় বেড়েছে কয়েকগুণ। লেখক, পাঠক, দর্শনার্থী আর ক্রেতাদের নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। মেলায় প্রবেশ মুখে লম্বা সারি থাকলেও সবার মুখে উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মেলায় বই কিনতে এসেছেন হাসান হাবিব। তিনি বলেন, বই কিনতে এসেছি, কিন্তু দীর্ঘ লাইন। যদিও অন্যদিনগুলোতে এই ভিড় খুব একটা থাকে না। আজ শুক্রবার হওয়াতে পরিবারসহ মেলায় এসেছি। কিছুটা ভোগান্তি পোহাতে হলেও সবকিছু মিলিয়ে ভালোই লাগছে।
বই কিনতে আসা ক্রেতা আব্দুর রউফ বলেন, বন্ধু-বান্ধবসহ মেলায় এসেছি। অনেকগুলো বই কিনেছি। যেহেতু চাকরি করি সেহেতু অন্যদিনগুলোতে ছুটি পাওয়া যায় না, তাই আজই বের হয়েছি। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সমসাময়িক বিশ্লেষণ নিয়ে লেখা বইগুলো পড়তে ভালো লাগে।

ক্রেতা অবনী ইসরাত বলেন, পড়াশোনার পাশাপাশি বইমেলায় ঘুরতে আসা দারুণ একটা অভিজ্ঞতা। আজকের দিনে আরও ভালো লাগছে। মেলায় সব বইপোকারা ঝাঁক বেঁধে এসেছেন।
মেলায় জাকিয়া এস আরা নামে এক লেখক বলেন, বইমেলায় ক্রেতা থেকে দর্শনার্থীরাই বেশি। এইখানে কেউ ঘুরতে এসেছেন, আবার কেউ পারিবারসহ সময় কাটাতে এসেছেন। অনেকে বই কিনতেও এসেছেন তবে তাদের সংখ্যা অপেক্ষাকৃত কম।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বইমেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আপডেট সময় ০৪:০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

চলছে অমর একুশে বইমেলার দশম দিন। মেলার অন্য দিনগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় স্বাভাবিক থাকলেও আজ সে ভিড় বেড়েছে কয়েকগুণ। লেখক, পাঠক, দর্শনার্থী আর ক্রেতাদের নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। মেলায় প্রবেশ মুখে লম্বা সারি থাকলেও সবার মুখে উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মেলায় বই কিনতে এসেছেন হাসান হাবিব। তিনি বলেন, বই কিনতে এসেছি, কিন্তু দীর্ঘ লাইন। যদিও অন্যদিনগুলোতে এই ভিড় খুব একটা থাকে না। আজ শুক্রবার হওয়াতে পরিবারসহ মেলায় এসেছি। কিছুটা ভোগান্তি পোহাতে হলেও সবকিছু মিলিয়ে ভালোই লাগছে।
বই কিনতে আসা ক্রেতা আব্দুর রউফ বলেন, বন্ধু-বান্ধবসহ মেলায় এসেছি। অনেকগুলো বই কিনেছি। যেহেতু চাকরি করি সেহেতু অন্যদিনগুলোতে ছুটি পাওয়া যায় না, তাই আজই বের হয়েছি। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সমসাময়িক বিশ্লেষণ নিয়ে লেখা বইগুলো পড়তে ভালো লাগে।

ক্রেতা অবনী ইসরাত বলেন, পড়াশোনার পাশাপাশি বইমেলায় ঘুরতে আসা দারুণ একটা অভিজ্ঞতা। আজকের দিনে আরও ভালো লাগছে। মেলায় সব বইপোকারা ঝাঁক বেঁধে এসেছেন।
মেলায় জাকিয়া এস আরা নামে এক লেখক বলেন, বইমেলায় ক্রেতা থেকে দর্শনার্থীরাই বেশি। এইখানে কেউ ঘুরতে এসেছেন, আবার কেউ পারিবারসহ সময় কাটাতে এসেছেন। অনেকে বই কিনতেও এসেছেন তবে তাদের সংখ্যা অপেক্ষাকৃত কম।