ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ফাইনালে প্রাইজমানির ছড়াছড়ি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। যেখানে শিরোপার জন্য লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স প্রথমবার বিপিএল ফাইনাল খেলবে।

কুমিল্লা গত আসরের চ্যাম্পিয়ন দল। তার আগেও তারা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। তবে সিলেটকে পিছিয়ে রাখা যাবে না মোটেও। কারণ দলটির নেতৃত্বে থাকা মাশরাফি বিপিএলের শিরোপা জিতেছেন সর্বোচ্চ চারবার। ফাইনাল ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, তা বলার অপেক্ষা রাখে না।

 

এদিকে ফাইনাল ম্যাচে রয়েছে প্রাইজমানির ছড়াছড়ি। টুর্নামেন্টের এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ার ম্যাচে ২ লাখ টাকা করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা। লিগ পর্বে এ পুরস্কার ছিল ১ লাখ টাকা। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ৫ লাখ টাকা পুরস্কার।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য এবার থাকছে বিপুল অর্থ পুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা, গত বছর যা ছিল কেবল প্রায় ২ লাখ টাকা। এছাড়া সেরা ফিল্ডার ৩ লাখ টাকা, সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ৫ লাখ টাকা করে পুরস্কার পাবেন।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ফাইনালে প্রাইজমানির ছড়াছড়ি

আপডেট সময় ০৩:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। যেখানে শিরোপার জন্য লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স প্রথমবার বিপিএল ফাইনাল খেলবে।

কুমিল্লা গত আসরের চ্যাম্পিয়ন দল। তার আগেও তারা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। তবে সিলেটকে পিছিয়ে রাখা যাবে না মোটেও। কারণ দলটির নেতৃত্বে থাকা মাশরাফি বিপিএলের শিরোপা জিতেছেন সর্বোচ্চ চারবার। ফাইনাল ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, তা বলার অপেক্ষা রাখে না।

 

এদিকে ফাইনাল ম্যাচে রয়েছে প্রাইজমানির ছড়াছড়ি। টুর্নামেন্টের এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ার ম্যাচে ২ লাখ টাকা করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা। লিগ পর্বে এ পুরস্কার ছিল ১ লাখ টাকা। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ৫ লাখ টাকা পুরস্কার।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য এবার থাকছে বিপুল অর্থ পুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা, গত বছর যা ছিল কেবল প্রায় ২ লাখ টাকা। এছাড়া সেরা ফিল্ডার ৩ লাখ টাকা, সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ৫ লাখ টাকা করে পুরস্কার পাবেন।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা।