ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘ভণ্ডামি’ বলছে ইউক্রেন

অর্থোডক্স খ্রিস্টানদের বড় দিন উপলক্ষে ইউক্রেনে দুই দিনের যুদ্ধবিরতি পালনের জন্য রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনীয় সময় শুক্রবার দুপুর থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত দুই দিনের এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। একই সঙ্গে তিনি ইউক্রেনকেও যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছেন। তবে পুতিনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এটিকে ‘ভণ্ডামি’ হিসেবে আখ্যায়িত করেছে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক বড় দিনের এই যুদ্ধবিরতির নিন্দা জানিয়ে বলেছেন, মস্কো ইউক্রেনকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ভণ্ডামি করছে।

টুইটারে তিনি লিখেছেন, প্রথমত, ইউক্রেন বিদেশি ভূখণ্ডে আক্রমণ এবং বেসামরিকদের হত্যা করেনি। যেমনটি করছে রাশিয়া। ইউক্রেন শুধু নিজেদের ভূখণ্ডে দখলদার সেনাদের ধ্বংস করছে।

তিনি আরও লিখেছেন, দ্বিতীয়ত, রাশিয়াকে অবশ্যই দখলকৃত ভূখণ্ড ছাড়তে হবে। এরপরই কেবল সাময়িক যুদ্ধবিরতি হতে পারে। ভণ্ডামি নিজের কাছেই রাখুন।

রুশ অর্থোডক্স গির্জার প্রধান কিরিল শুক্রবার দুপুর থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ইউক্রেন ও রাশিয়ার প্রতি যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছিলেন। প্রাচীন জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে, রাশিয়ার অর্থোডক্স গির্জা প্রতি বছরের ৭ জানুয়ারি বড় দিন উৎসব পালন করে।

অর্থোডক্স গির্জা প্রধানের যুদ্ধবিরতির আহ্বান দেশটি প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন এই যুদ্ধবিরতির আহ্বানকে ‘নিষ্ঠুর ফাঁদ’ হিসেবে উল্লেখ করেছিল।

এর আগেও রাশিয়ার যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। কিয়েভ বলছে, যুদ্ধবিরতির মাধ্যমে রাশিয়া নিজেদের সেনাদের পুনরায় সংগঠিত করার উপায় খুঁজছে ইউক্রেনীয় পাল্টা আক্রমণের কারণে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘ভণ্ডামি’ বলছে ইউক্রেন

আপডেট সময় ০৩:১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩

অর্থোডক্স খ্রিস্টানদের বড় দিন উপলক্ষে ইউক্রেনে দুই দিনের যুদ্ধবিরতি পালনের জন্য রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনীয় সময় শুক্রবার দুপুর থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত দুই দিনের এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। একই সঙ্গে তিনি ইউক্রেনকেও যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছেন। তবে পুতিনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এটিকে ‘ভণ্ডামি’ হিসেবে আখ্যায়িত করেছে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক বড় দিনের এই যুদ্ধবিরতির নিন্দা জানিয়ে বলেছেন, মস্কো ইউক্রেনকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ভণ্ডামি করছে।

টুইটারে তিনি লিখেছেন, প্রথমত, ইউক্রেন বিদেশি ভূখণ্ডে আক্রমণ এবং বেসামরিকদের হত্যা করেনি। যেমনটি করছে রাশিয়া। ইউক্রেন শুধু নিজেদের ভূখণ্ডে দখলদার সেনাদের ধ্বংস করছে।

তিনি আরও লিখেছেন, দ্বিতীয়ত, রাশিয়াকে অবশ্যই দখলকৃত ভূখণ্ড ছাড়তে হবে। এরপরই কেবল সাময়িক যুদ্ধবিরতি হতে পারে। ভণ্ডামি নিজের কাছেই রাখুন।

রুশ অর্থোডক্স গির্জার প্রধান কিরিল শুক্রবার দুপুর থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ইউক্রেন ও রাশিয়ার প্রতি যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছিলেন। প্রাচীন জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে, রাশিয়ার অর্থোডক্স গির্জা প্রতি বছরের ৭ জানুয়ারি বড় দিন উৎসব পালন করে।

অর্থোডক্স গির্জা প্রধানের যুদ্ধবিরতির আহ্বান দেশটি প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন এই যুদ্ধবিরতির আহ্বানকে ‘নিষ্ঠুর ফাঁদ’ হিসেবে উল্লেখ করেছিল।

এর আগেও রাশিয়ার যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। কিয়েভ বলছে, যুদ্ধবিরতির মাধ্যমে রাশিয়া নিজেদের সেনাদের পুনরায় সংগঠিত করার উপায় খুঁজছে ইউক্রেনীয় পাল্টা আক্রমণের কারণে।