ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

‘পরাজয়ের বার্তা যদি সরকার না বোঝে তাহলে আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। এই বার্তা যদি সরকার বুঝতে না পারে, তাহলে তাদের জন্য আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে কবরে চলে গেছে। নতুন করে তাদের আর কবরে নেওয়ার দরকার নেই।’

মঙ্গলবার (২৩ মে) বিকালে চট্টগ্রাম নগরের সাগরিকা মোড়ে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তার নেতৃত্বে নগরের সাগরিকা মোড় থেকে পদযাত্রা শুরু করে পোর্ট কানেক্টিং রোড হয়ে সরাইপাড়া মোড় হয়ে নয়া বাজারে গিয়ে শেষ হয়।

আমির খসরু বলেন, ‘বাংলাদেশের জনগণ আজ জেগে উঠেছে। পুলিশি তৎপরতা, গ্রেফতার, খুন, মিথ্যা মামলা, গায়েবি মামলা, গুম, নির্যাতন করে মানুষের আন্দোলন বন্ধ করা যাবে না। যত হামলা হবে, যত বেশি গ্রেফতার করা হবে, তত বেশি আন্দোলন জোরদার হবে। বেশি হামলা করলে, বেশি মামলা করলে বেশি মানুষ রাস্তায় নেমে আসবে। বাড়াবাড়ি বেশি করলে দেশের মানুষও তাড়াতাড়ি তাদের সিদ্ধান্ত নিয়ে নেবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা সবাই প্রস্তুত হন। শেষ পর্যন্ত লড়তে হবে। আমরা প্রয়োজনে প্রতিরোধ করবো। জীবন দিয়ে হলেও এ দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করবো। জীবন দিয়ে হলেও গণমাধ্যমের স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করবো।’

তিনি বলেন, ‘রাজপথ ছাড়া দ্বিতীয় কোনও পথ নেই। বিএনপির কর্মসূচিতে মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগ আজ অসহায় হয়ে গেছে। পুলিশের পিছে পিছে ঘুরছে। আর ছুরি, লাঠি, দা নিয়ে তারা শান্তি সমাবেশ করছে। তারা নাকি জনগণের সম্পদ রক্ষা করবে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তি এবং আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুর আলম চৌধুরীর পরিচালনায় পদযাত্রা শুরুর আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘পরাজয়ের বার্তা যদি সরকার না বোঝে তাহলে আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছে’

আপডেট সময় ০৪:১৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। এই বার্তা যদি সরকার বুঝতে না পারে, তাহলে তাদের জন্য আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে কবরে চলে গেছে। নতুন করে তাদের আর কবরে নেওয়ার দরকার নেই।’

মঙ্গলবার (২৩ মে) বিকালে চট্টগ্রাম নগরের সাগরিকা মোড়ে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তার নেতৃত্বে নগরের সাগরিকা মোড় থেকে পদযাত্রা শুরু করে পোর্ট কানেক্টিং রোড হয়ে সরাইপাড়া মোড় হয়ে নয়া বাজারে গিয়ে শেষ হয়।

আমির খসরু বলেন, ‘বাংলাদেশের জনগণ আজ জেগে উঠেছে। পুলিশি তৎপরতা, গ্রেফতার, খুন, মিথ্যা মামলা, গায়েবি মামলা, গুম, নির্যাতন করে মানুষের আন্দোলন বন্ধ করা যাবে না। যত হামলা হবে, যত বেশি গ্রেফতার করা হবে, তত বেশি আন্দোলন জোরদার হবে। বেশি হামলা করলে, বেশি মামলা করলে বেশি মানুষ রাস্তায় নেমে আসবে। বাড়াবাড়ি বেশি করলে দেশের মানুষও তাড়াতাড়ি তাদের সিদ্ধান্ত নিয়ে নেবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা সবাই প্রস্তুত হন। শেষ পর্যন্ত লড়তে হবে। আমরা প্রয়োজনে প্রতিরোধ করবো। জীবন দিয়ে হলেও এ দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করবো। জীবন দিয়ে হলেও গণমাধ্যমের স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করবো।’

তিনি বলেন, ‘রাজপথ ছাড়া দ্বিতীয় কোনও পথ নেই। বিএনপির কর্মসূচিতে মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগ আজ অসহায় হয়ে গেছে। পুলিশের পিছে পিছে ঘুরছে। আর ছুরি, লাঠি, দা নিয়ে তারা শান্তি সমাবেশ করছে। তারা নাকি জনগণের সম্পদ রক্ষা করবে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তি এবং আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুর আলম চৌধুরীর পরিচালনায় পদযাত্রা শুরুর আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।