ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

‘নৌকায় ভোট দিলে বগুড়ার ৪০ হাজার আবেদনকারী গ্যাস পাবেন’

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বগুড়ার মানুষ সভ্য। তারা সৎ, শিক্ষিত ও যোগ্য মানুষ রিপুকে ভোট দেবেন। তাহলে আপনারা বিমানবন্দর, অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য উন্নয়ন পাবেন। ৪০ হাজার আবেদনকারীর গ্যাস লাইনের সংযোগ মিলবে। এ ছাড়া রিপু নির্বাচিত হলে রাজনৈতিক সহ-অবস্থান নিশ্চিত হবে।’

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে সদর আসনের (বগুড়া-৪) উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপুর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি নির্বাচিত হওয়ার চার বছরের মাথায় বিএনপি নেতাদের সংসদ থেকে পদত্যাগ প্রসঙ্গে নানক বলেন, ‘শুল্কমুক্ত গাড়ি, বাড়ি, পূর্বাচলে প্লট নেওয়ার পর তারা বলছেন, থুক্কু আর খেলবো না। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে; তাই জনগণ তাদের আর ভোট দেবে না। প্রধানমন্ত্রী বগুড়ার উপ-নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন; তাই তিনি জাতীয় নেতাদের পাঠিয়েছেন আপনাদের কাছে ভোট চাইতে। আপনারা নৌকা মার্কার প্রার্থী রাগেবুল আহসান রিপুকে ভোট দিন, প্রধানমন্ত্রী আপনাদের উন্নয়ন উপহার দেবেন।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ২১ আগস্ট গ্রেনেড হামলা করে অনেক মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে। বাসে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। তারা হেলমেট দিয়ে মাথায় আঘাত করে পুলিশ সদস্যকে হত্যা করেছে। তাই বাংলাদেশের মানুষ আর তাদের ভোট দেবে না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা এ নির্বাচন চাইনি। কিন্তু জনগণের কাছ থেকে ভোট নিয়ে বিএনপি সংসদ থেকে পদত্যাগ করায় নির্বাচন করতে হচ্ছে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আবদুর রহমান বলেন, ‘নৌকার প্রার্থীকে বিজয়ী করতে বগুড়াবাসী সুসংগঠিত হয়েছেন। ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে তারা সমুচিত জবাব দেবেন। গোয়েন্দা সংস্থার রিপোর্টে এসেছে, বগুড়ার শতকরা ৬৭ ভাগ ভোটার নৌকা মার্কায় ভোট দেবেন।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘নৌকায় ভোট দিলে বগুড়ার ৪০ হাজার আবেদনকারী গ্যাস পাবেন’

আপডেট সময় ০৪:২৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বগুড়ার মানুষ সভ্য। তারা সৎ, শিক্ষিত ও যোগ্য মানুষ রিপুকে ভোট দেবেন। তাহলে আপনারা বিমানবন্দর, অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য উন্নয়ন পাবেন। ৪০ হাজার আবেদনকারীর গ্যাস লাইনের সংযোগ মিলবে। এ ছাড়া রিপু নির্বাচিত হলে রাজনৈতিক সহ-অবস্থান নিশ্চিত হবে।’

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে সদর আসনের (বগুড়া-৪) উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপুর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি নির্বাচিত হওয়ার চার বছরের মাথায় বিএনপি নেতাদের সংসদ থেকে পদত্যাগ প্রসঙ্গে নানক বলেন, ‘শুল্কমুক্ত গাড়ি, বাড়ি, পূর্বাচলে প্লট নেওয়ার পর তারা বলছেন, থুক্কু আর খেলবো না। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে; তাই জনগণ তাদের আর ভোট দেবে না। প্রধানমন্ত্রী বগুড়ার উপ-নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন; তাই তিনি জাতীয় নেতাদের পাঠিয়েছেন আপনাদের কাছে ভোট চাইতে। আপনারা নৌকা মার্কার প্রার্থী রাগেবুল আহসান রিপুকে ভোট দিন, প্রধানমন্ত্রী আপনাদের উন্নয়ন উপহার দেবেন।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ২১ আগস্ট গ্রেনেড হামলা করে অনেক মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে। বাসে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। তারা হেলমেট দিয়ে মাথায় আঘাত করে পুলিশ সদস্যকে হত্যা করেছে। তাই বাংলাদেশের মানুষ আর তাদের ভোট দেবে না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা এ নির্বাচন চাইনি। কিন্তু জনগণের কাছ থেকে ভোট নিয়ে বিএনপি সংসদ থেকে পদত্যাগ করায় নির্বাচন করতে হচ্ছে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আবদুর রহমান বলেন, ‘নৌকার প্রার্থীকে বিজয়ী করতে বগুড়াবাসী সুসংগঠিত হয়েছেন। ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে তারা সমুচিত জবাব দেবেন। গোয়েন্দা সংস্থার রিপোর্টে এসেছে, বগুড়ার শতকরা ৬৭ ভাগ ভোটার নৌকা মার্কায় ভোট দেবেন।’