ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ভেকুচাপায় শ্রমিক নিহত

নরসিংদীর পলাশে স্কেভেটরের (ভেকু) চাপায় বাচ্চু ফকির (৫৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গা বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু ফকির ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে। তিনি বাজারে শ্রমিকের কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার সকালে হাসানহাটা গ্রামের নিজ বাড়ি থেকে ডাঙ্গা বাজারে শ্রমিকের কাজ করতে যান বাচ্চু ফকির। এ সময় ডাঙ্গা বাজারের সামনের সড়কে মেরামতের কাজ হচ্ছিলো। বাচ্চু ফকির সড়ক পার হওয়ার সময় স্কেভেটরের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাজারের লোকজন জড়ো হয়ে ঘাতক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। ডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ভেকুর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে ভেকুচাপায় শ্রমিক নিহত

আপডেট সময় ০৪:২১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

নরসিংদীর পলাশে স্কেভেটরের (ভেকু) চাপায় বাচ্চু ফকির (৫৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গা বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু ফকির ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে। তিনি বাজারে শ্রমিকের কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার সকালে হাসানহাটা গ্রামের নিজ বাড়ি থেকে ডাঙ্গা বাজারে শ্রমিকের কাজ করতে যান বাচ্চু ফকির। এ সময় ডাঙ্গা বাজারের সামনের সড়কে মেরামতের কাজ হচ্ছিলো। বাচ্চু ফকির সড়ক পার হওয়ার সময় স্কেভেটরের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাজারের লোকজন জড়ো হয়ে ঘাতক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। ডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ভেকুর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।