ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা, দেশদ্রোহের মামলার হুমকি

ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বিতর্ক চলছিলই। তার মধ্যেই সংসদ ভবনকে কফিনের সাথে তুলনা করে সেই বিতর্কে ঘি ঢাললেন বিহারের হেভিওয়েট নেতা লালুপ্রসাদ যাদবের দল আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল)।

রোববার সকালে আরজেডির টুইটে একটি ছবির ডান দিকে নতুন নতুন সংসদ ভবন, বাঁদিকে একটি কফিনের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়-এটা কী?

আরজেডির আরেক নেতা শক্তি সিংহও বলেন, গণতন্ত্রকে কবর দেওয়া হচ্ছে সেটা বুঝাতেই টুইটে কফিনের ছবি দেওয়া হয়েছে। দেশ এই সংসদ ভবনকে মেনে নেবে না। সংসদ হলো গণতন্ত্রের প্রতীক এবং আলোচনার কেন্দ্রস্থান। সেই সংসদ ভবনকে এমন আদল দেওয়া হয়েছে, তা দেখতে ঠিক কফিনের মতোই লাগছে।

আরজেডির এই টুইটের পরই কড়া জবাব দিয়েছে বিজেপিও। সুশীল মোদি পালটা টুইট করে হুঁশিয়ারি দেন, যারা নতুন সংসদ ভবনকে কফিনের সাথে তুলনা করছেন, তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মামলা দায়ের করা হবে।

কফিন প্রসঙ্গে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া আবার এক ধাপ এগিয়ে বলেন, ‘২০২৪ সালে দেশের মানুষ আপনাদের ওই কফিনেই কবর দেবে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা, দেশদ্রোহের মামলার হুমকি

আপডেট সময় ০৪:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বিতর্ক চলছিলই। তার মধ্যেই সংসদ ভবনকে কফিনের সাথে তুলনা করে সেই বিতর্কে ঘি ঢাললেন বিহারের হেভিওয়েট নেতা লালুপ্রসাদ যাদবের দল আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল)।

রোববার সকালে আরজেডির টুইটে একটি ছবির ডান দিকে নতুন নতুন সংসদ ভবন, বাঁদিকে একটি কফিনের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়-এটা কী?

আরজেডির আরেক নেতা শক্তি সিংহও বলেন, গণতন্ত্রকে কবর দেওয়া হচ্ছে সেটা বুঝাতেই টুইটে কফিনের ছবি দেওয়া হয়েছে। দেশ এই সংসদ ভবনকে মেনে নেবে না। সংসদ হলো গণতন্ত্রের প্রতীক এবং আলোচনার কেন্দ্রস্থান। সেই সংসদ ভবনকে এমন আদল দেওয়া হয়েছে, তা দেখতে ঠিক কফিনের মতোই লাগছে।

আরজেডির এই টুইটের পরই কড়া জবাব দিয়েছে বিজেপিও। সুশীল মোদি পালটা টুইট করে হুঁশিয়ারি দেন, যারা নতুন সংসদ ভবনকে কফিনের সাথে তুলনা করছেন, তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মামলা দায়ের করা হবে।

কফিন প্রসঙ্গে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া আবার এক ধাপ এগিয়ে বলেন, ‘২০২৪ সালে দেশের মানুষ আপনাদের ওই কফিনেই কবর দেবে।’