ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

দেবিদ্বারের সেই ইউএনও’কে আবারও বদলি

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তীকে আবারও বদলির আদেশ হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) রাতে এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ পায়। ওই প্রজ্ঞাপনে তাকে আবারও খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। ডেজী দেবিদ্বারের ইউএনও হিসেবে যোগ দেওয়ার সাড়ে তিন মাসে তিনবার বদলির আদেশ পেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১ ডিসেম্বর ইউএনও ডেজী চক্রবর্তী দেবিদ্বার উপজেলায় যোগ দেন। যোগদানের পর থেকেই বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনা হয় তাকে নিয়ে। দেবিদ্বারে যোগদানের দুই মাসের মধ্যেই গত ৭ ফেব্রুয়ারি তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার ইউএনও হিসেবে বদলি করা হয়। কিন্তু ওই বদলি স্থগিত করে তিনি পদে বহাল থাকেন। গত ৭ মার্চ দ্বিতীয় বারের মতো তাকে ফেনীর দাগনভূঞায় ইউএনও হিসেবে বদলি করা হয়। বদলির ওই আদেশের পর ১১ দিনের মাথায় দেবিদ্বার থাকা অবস্থাতেই শুক্রবার (১৭ মার্চ) ওই আদেশ স্থগিত করে তাকে পুনরায় খাগড়াছড়ির পার্বত্য জেলার মাটিরাঙ্গার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।

ডেজী গত ২০ ফেব্রুয়ারি দেবিদ্বার পৌর প্রশাসকের দায়িত্ব পালনকালে সরকারি নির্দেশ উপেক্ষা এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুমিল্লা-সিলেট মহাসড়কে পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক স্ট্যান্ডের ইজারা দিয়ে সমালোচিত হন। এর আগে গত বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারি প্রটোকল ভেঙে আওয়ামী লীগ নেতাকে প্রধান অতিথি করে সমালোচনার মুখে পড়েন তিনি। গত ২ মার্চ জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে আলোচনা সভায় উপস্থিত থাকতে বাধ্য করেন।

এদিকে, গত ৭ মার্চ তার দ্বিতীয় বদলির আদেশের পর পুনরায় বদলির বিষয়টি শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী। মোবাইল ফোনে তিনি জানান, এ আদেশ খুব দ্রুত কার্যকর করা হবে।

 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

দেবিদ্বারের সেই ইউএনও’কে আবারও বদলি

আপডেট সময় ০৪:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তীকে আবারও বদলির আদেশ হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) রাতে এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ পায়। ওই প্রজ্ঞাপনে তাকে আবারও খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। ডেজী দেবিদ্বারের ইউএনও হিসেবে যোগ দেওয়ার সাড়ে তিন মাসে তিনবার বদলির আদেশ পেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১ ডিসেম্বর ইউএনও ডেজী চক্রবর্তী দেবিদ্বার উপজেলায় যোগ দেন। যোগদানের পর থেকেই বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনা হয় তাকে নিয়ে। দেবিদ্বারে যোগদানের দুই মাসের মধ্যেই গত ৭ ফেব্রুয়ারি তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার ইউএনও হিসেবে বদলি করা হয়। কিন্তু ওই বদলি স্থগিত করে তিনি পদে বহাল থাকেন। গত ৭ মার্চ দ্বিতীয় বারের মতো তাকে ফেনীর দাগনভূঞায় ইউএনও হিসেবে বদলি করা হয়। বদলির ওই আদেশের পর ১১ দিনের মাথায় দেবিদ্বার থাকা অবস্থাতেই শুক্রবার (১৭ মার্চ) ওই আদেশ স্থগিত করে তাকে পুনরায় খাগড়াছড়ির পার্বত্য জেলার মাটিরাঙ্গার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।

ডেজী গত ২০ ফেব্রুয়ারি দেবিদ্বার পৌর প্রশাসকের দায়িত্ব পালনকালে সরকারি নির্দেশ উপেক্ষা এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুমিল্লা-সিলেট মহাসড়কে পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক স্ট্যান্ডের ইজারা দিয়ে সমালোচিত হন। এর আগে গত বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারি প্রটোকল ভেঙে আওয়ামী লীগ নেতাকে প্রধান অতিথি করে সমালোচনার মুখে পড়েন তিনি। গত ২ মার্চ জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে আলোচনা সভায় উপস্থিত থাকতে বাধ্য করেন।

এদিকে, গত ৭ মার্চ তার দ্বিতীয় বদলির আদেশের পর পুনরায় বদলির বিষয়টি শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী। মোবাইল ফোনে তিনি জানান, এ আদেশ খুব দ্রুত কার্যকর করা হবে।