ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

‘তারা লাশ চায়, যেকোনো উপায়ে নির্বাচন বন্ধ করতে চায়’

বিএনপিতে দুটি গ্রুপ তৈরি হয়েছে জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘বিএনপির মধ্যে একটি গ্রুপ হলো আম্মা গ্রুপ, আরেকটা ভাইয়া গ্রুপ। ভাইয়া গ্রুপ নির্বাচন চায় না। কারণ তারা দেশে অশান্তি ও অরাজকতা সৃষ্টি করতে চায়। আম্মা গ্রুপ চাইলেও ভাইয়া গ্রুপের কারণে নির্বাচনে আসতে পারছে না।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘বিগত সময়গুলোর দিকে চোখ রাখলে বুঝতে পারবেন, তারা পেট্রল ও গানপাউডার দিয়ে গাড়িতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো আওয়ামী লীগের লোক নন। তাহলে কেন তাদের নির্মমভাবে হত্যা করা হলো? এখন আপনারা চিন্তা করুন, যারা মানুষকে পুড়িয়ে মারে তাদের ভোট দেবেন, নাকি যারা দেশের উন্নয়নে কাজ করেন তাদের ভোট দেবেন।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘বিএনপির ভাইদের বলতে চাই, লন্ডন থেকে আপনাদের কাছে যে নির্দেশ আসছে, সেই নির্দেশ আপনাদের জীবনের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে দাঁড়াবে। তারা নির্বাচন করতে চায় না, নির্বাচন বন্ধ করতে চাইছে। তারা লাশ চায়। যেকোনো উপায়ে নির্বাচন বন্ধ করতে চায় তারা।’

দুর্নীতির মামলায় তারেক রহমানের সাজা হয়েছে জানিয়ে শামীম ওসমান বলেন, ‘তারেকের বিরুদ্ধে দেশের কোনও মানুষ সাক্ষ্য দেয়নি, দিয়েছেন বিদেশের লোকজন। সেই তারেক দেশের মানুষের কথা চিন্তা না করে লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার নীলনকশা তৈরি করছে। তার এই নীলনকশা বাস্তবায়ন করতে আমরা দেবো না।’

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ সাত্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও সহ-সভাপতি আশরাফুল আলম প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘তারা লাশ চায়, যেকোনো উপায়ে নির্বাচন বন্ধ করতে চায়’

আপডেট সময় ০৪:০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩

বিএনপিতে দুটি গ্রুপ তৈরি হয়েছে জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘বিএনপির মধ্যে একটি গ্রুপ হলো আম্মা গ্রুপ, আরেকটা ভাইয়া গ্রুপ। ভাইয়া গ্রুপ নির্বাচন চায় না। কারণ তারা দেশে অশান্তি ও অরাজকতা সৃষ্টি করতে চায়। আম্মা গ্রুপ চাইলেও ভাইয়া গ্রুপের কারণে নির্বাচনে আসতে পারছে না।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘বিগত সময়গুলোর দিকে চোখ রাখলে বুঝতে পারবেন, তারা পেট্রল ও গানপাউডার দিয়ে গাড়িতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো আওয়ামী লীগের লোক নন। তাহলে কেন তাদের নির্মমভাবে হত্যা করা হলো? এখন আপনারা চিন্তা করুন, যারা মানুষকে পুড়িয়ে মারে তাদের ভোট দেবেন, নাকি যারা দেশের উন্নয়নে কাজ করেন তাদের ভোট দেবেন।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘বিএনপির ভাইদের বলতে চাই, লন্ডন থেকে আপনাদের কাছে যে নির্দেশ আসছে, সেই নির্দেশ আপনাদের জীবনের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে দাঁড়াবে। তারা নির্বাচন করতে চায় না, নির্বাচন বন্ধ করতে চাইছে। তারা লাশ চায়। যেকোনো উপায়ে নির্বাচন বন্ধ করতে চায় তারা।’

দুর্নীতির মামলায় তারেক রহমানের সাজা হয়েছে জানিয়ে শামীম ওসমান বলেন, ‘তারেকের বিরুদ্ধে দেশের কোনও মানুষ সাক্ষ্য দেয়নি, দিয়েছেন বিদেশের লোকজন। সেই তারেক দেশের মানুষের কথা চিন্তা না করে লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার নীলনকশা তৈরি করছে। তার এই নীলনকশা বাস্তবায়ন করতে আমরা দেবো না।’

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ সাত্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও সহ-সভাপতি আশরাফুল আলম প্রমুখ।