ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তন হচ্ছে

সরকারবিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে ১০ দফার ভিত্তিতে প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয় দলটি। কিন্তু একই দিন রাজধানীতে আওয়ামী লীগের সম্মেলন থাকায় সম্ভাব্য ‘সংঘাত’ এড়াতে এবং শরিকদের আপত্তির কারণে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেন, বিএনপি কোনো সংঘাতে যেতে চায় না। শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করাই তাদের লক্ষ্য। সেজন্য পূর্বঘোষিত ২৪ ডিসেম্বরের গণমিছিল কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে ঢাকার বাইরে অন্যান্য জেলায় পূর্ব ঘোষণা অনুযায়ী ২৪ ডিসেম্বরই গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান তারা।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে ১০ দফা দাবি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এই ১০ দফার ভিত্তিতে আগামীতে যুগপৎ আন্দোলন করবে বিএনপি ও সমমনা দলগুলো। ওই দিন ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচির তারিখ পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার রাতে ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্মসূচির তারিখ পরিবর্তনের বিষয়ে আহ্বান জানিয়েছেন। আমি বিষয়টি বিবেচনায় নেব। এ বিষয়ে আমরা আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব।

তিনি আরও বলেন, আমাদের সব বিভাগীয় সমাবেশ শনিবারই করেছি। সর্বশেষ ঢাকা বিভাগীয় সমাবেশও শনিবার করেছি। সেই অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর শনিবার গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা যখন কর্মসূচি ঘোষণা করি তখন আওয়ামী লীগের সম্মেলনের বিষয়টি আমাদের জানা ছিল না। তারপরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহ্বান জানিয়েছেন, আমরা বিষয়টি বিবেচনায় নেব।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ঢাকায় বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তন হচ্ছে

আপডেট সময় ০৪:০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

সরকারবিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে ১০ দফার ভিত্তিতে প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয় দলটি। কিন্তু একই দিন রাজধানীতে আওয়ামী লীগের সম্মেলন থাকায় সম্ভাব্য ‘সংঘাত’ এড়াতে এবং শরিকদের আপত্তির কারণে যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেন, বিএনপি কোনো সংঘাতে যেতে চায় না। শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করাই তাদের লক্ষ্য। সেজন্য পূর্বঘোষিত ২৪ ডিসেম্বরের গণমিছিল কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে ঢাকার বাইরে অন্যান্য জেলায় পূর্ব ঘোষণা অনুযায়ী ২৪ ডিসেম্বরই গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান তারা।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে ১০ দফা দাবি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এই ১০ দফার ভিত্তিতে আগামীতে যুগপৎ আন্দোলন করবে বিএনপি ও সমমনা দলগুলো। ওই দিন ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচির তারিখ পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার রাতে ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্মসূচির তারিখ পরিবর্তনের বিষয়ে আহ্বান জানিয়েছেন। আমি বিষয়টি বিবেচনায় নেব। এ বিষয়ে আমরা আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব।

তিনি আরও বলেন, আমাদের সব বিভাগীয় সমাবেশ শনিবারই করেছি। সর্বশেষ ঢাকা বিভাগীয় সমাবেশও শনিবার করেছি। সেই অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর শনিবার গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা যখন কর্মসূচি ঘোষণা করি তখন আওয়ামী লীগের সম্মেলনের বিষয়টি আমাদের জানা ছিল না। তারপরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহ্বান জানিয়েছেন, আমরা বিষয়টি বিবেচনায় নেব।