ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ডর্টমুন্ডেকে উড়িয়েই শীর্ষে ফিরল টুখেলের বায়ার্ন

বুন্দেসলীগা মানেই বায়ার্ন মিউনিখের একচেটিয়া আধিপত্য। জার্মান ঘরোয়া লীগটিতে শেষ কবে বায়ার্নের বাইরে কেউ শিরোপা জিতেছে সেটি জানার জন্য ইতিহাস ঘাটতে হবে। বরাবরের মতো চলতি মৌসুমও দাপটের সাথেই শুরু করেছিল মুলার-মানেরা।

তবে মাঝপথে এসে হঠাৎ হয় ছন্দপতন।লীগে একের পর এক গড়পড়তা পারফরম্যান্সে হারাতে তাকে পয়েন্ট, এক পর্যায়ে নেমে যায় শীর্ষস্থান থেকেও। চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ট উঠে যায় শীর্ষে। বাজে ফলাফলের কারণে বরখাস্ত করা হয় বায়ার্ন কোচ নাগালসম্যনকেও। জার্মান জায়ানদের ট্র্যাকে ফেরানোর দায়িত্ব দিয়ে নতুন কোচ করা টমাস টুখেলেকে।

টুখেলের অধীনে শুরটা দুর্দান্ত করেছে বায়ার্ন মিউনিখ।আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্দেসলিগার ম্যাচে শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছে ৪-১ ব্যবধানে ।দারুণ এই জয়ে আবারো লীগ পয়েন্ট তালিকার এক নম্বর স্থানে উঠে এসেছে মুলার-মানেরা।

যেদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিক বায়ার্ন।ত্রয়োদশ মিনিটে গোলরক্ষক গ্রেগর কোবেলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন। মিনিট পাঁচেক পরে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার।২৩তম মিনিটে জার্মান স্ট্রাইকারের দ্বিতীয় গোলে ম্যাচ থেকে ছিটকে যায় ডর্টমুন্ড।

লিগ টেবিলে শীর্ষে থেকে খেলতে নামা বরুশিয়া দ্বিতীয়ার্ধেও খুঁজে পায়নি ছন্দ। বরং ৫১তম মিনিটে আরেক গোল হজম করে বসে দলটি।

হার প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর শেষ দিকে দুটি গোল শোধ দেয় ডর্টমুন্ড। ৭১ মিনিটে জুদে বেলিংহাম ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। সফল কিকে ডর্টমুন্ডকে প্রথম গোল এনে দেন এমরে কান। ৯০ মিনিটে আরেকটি গোল শোধ দেন ডোনেল মালেন।

বুন্দেসলিগায় ১০ ম্যাচ অপরাজিত থাকার পর ফের হারের স্বাদ পেল বরুশিয়া। চলতি লিগে এটি তাদের তৃতীয় হার। সবশেষ গত বছর নভেম্বরে বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের কাছে হেরেছিল তারা।
এ জয়েরর ম্যাচে ২৬ ম্যাচ শেষে পঞ্চম টম পয়েন্ট তুলে নিয়ে লিক টেবিল এর এক নম্বর স্থানে আছে টুখেলের শিষ্যরা। সমান সংখ্যক ম্যাচের ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বরুশুিয়া।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ডর্টমুন্ডেকে উড়িয়েই শীর্ষে ফিরল টুখেলের বায়ার্ন

আপডেট সময় ০৪:১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

বুন্দেসলীগা মানেই বায়ার্ন মিউনিখের একচেটিয়া আধিপত্য। জার্মান ঘরোয়া লীগটিতে শেষ কবে বায়ার্নের বাইরে কেউ শিরোপা জিতেছে সেটি জানার জন্য ইতিহাস ঘাটতে হবে। বরাবরের মতো চলতি মৌসুমও দাপটের সাথেই শুরু করেছিল মুলার-মানেরা।

তবে মাঝপথে এসে হঠাৎ হয় ছন্দপতন।লীগে একের পর এক গড়পড়তা পারফরম্যান্সে হারাতে তাকে পয়েন্ট, এক পর্যায়ে নেমে যায় শীর্ষস্থান থেকেও। চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ট উঠে যায় শীর্ষে। বাজে ফলাফলের কারণে বরখাস্ত করা হয় বায়ার্ন কোচ নাগালসম্যনকেও। জার্মান জায়ানদের ট্র্যাকে ফেরানোর দায়িত্ব দিয়ে নতুন কোচ করা টমাস টুখেলেকে।

টুখেলের অধীনে শুরটা দুর্দান্ত করেছে বায়ার্ন মিউনিখ।আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্দেসলিগার ম্যাচে শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছে ৪-১ ব্যবধানে ।দারুণ এই জয়ে আবারো লীগ পয়েন্ট তালিকার এক নম্বর স্থানে উঠে এসেছে মুলার-মানেরা।

যেদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিক বায়ার্ন।ত্রয়োদশ মিনিটে গোলরক্ষক গ্রেগর কোবেলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন। মিনিট পাঁচেক পরে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার।২৩তম মিনিটে জার্মান স্ট্রাইকারের দ্বিতীয় গোলে ম্যাচ থেকে ছিটকে যায় ডর্টমুন্ড।

লিগ টেবিলে শীর্ষে থেকে খেলতে নামা বরুশিয়া দ্বিতীয়ার্ধেও খুঁজে পায়নি ছন্দ। বরং ৫১তম মিনিটে আরেক গোল হজম করে বসে দলটি।

হার প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর শেষ দিকে দুটি গোল শোধ দেয় ডর্টমুন্ড। ৭১ মিনিটে জুদে বেলিংহাম ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। সফল কিকে ডর্টমুন্ডকে প্রথম গোল এনে দেন এমরে কান। ৯০ মিনিটে আরেকটি গোল শোধ দেন ডোনেল মালেন।

বুন্দেসলিগায় ১০ ম্যাচ অপরাজিত থাকার পর ফের হারের স্বাদ পেল বরুশিয়া। চলতি লিগে এটি তাদের তৃতীয় হার। সবশেষ গত বছর নভেম্বরে বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের কাছে হেরেছিল তারা।
এ জয়েরর ম্যাচে ২৬ ম্যাচ শেষে পঞ্চম টম পয়েন্ট তুলে নিয়ে লিক টেবিল এর এক নম্বর স্থানে আছে টুখেলের শিষ্যরা। সমান সংখ্যক ম্যাচের ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বরুশুিয়া।