ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রেসিডেন্টের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।

গতকাল বুধবার বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রেসিডেন্ট সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় তিন বাহিনীর পক্ষ থেকে প্রেসিডেন্টকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। বেজে ওঠে বিউগল। পরে প্রেসিডেন্ট পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।

এসময় প্রেসিডেন্টর সহধর্মিণী রেবেকা সুলতানা, ছেলে মো. আরশাদ আদনান, পোতা (ছেলের ছেলে) মো. তাহমিদ আদনান, মো. তাহশিন আদনান, ভাই সাঈদ ইকবাল, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তম্ময়, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ পদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে কিছুক্ষণ সময় কাটান। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে যান এবং মধ্যাহ্নভোজে অংশ নেন।

এরআগে সড়ক পথে পদ্মা সেতু হয়ে দুপুর ১২ টা ৩৬ মিনিটে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন টুঙ্গিপাড়া এসে পৌঁছান। গত ২৪ এপ্রিল শপথ গ্রহণকরার পর দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে এটি মো. সাহাবুদ্দিনের প্রথম টুঙ্গিপাড়া সফর। বিকেল সাড়ে ৩টায় প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রেসিডেন্টের শ্রদ্ধা

আপডেট সময় ০৩:৫৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।

গতকাল বুধবার বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রেসিডেন্ট সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় তিন বাহিনীর পক্ষ থেকে প্রেসিডেন্টকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। বেজে ওঠে বিউগল। পরে প্রেসিডেন্ট পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।

এসময় প্রেসিডেন্টর সহধর্মিণী রেবেকা সুলতানা, ছেলে মো. আরশাদ আদনান, পোতা (ছেলের ছেলে) মো. তাহমিদ আদনান, মো. তাহশিন আদনান, ভাই সাঈদ ইকবাল, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তম্ময়, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ পদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে কিছুক্ষণ সময় কাটান। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে যান এবং মধ্যাহ্নভোজে অংশ নেন।

এরআগে সড়ক পথে পদ্মা সেতু হয়ে দুপুর ১২ টা ৩৬ মিনিটে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন টুঙ্গিপাড়া এসে পৌঁছান। গত ২৪ এপ্রিল শপথ গ্রহণকরার পর দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে এটি মো. সাহাবুদ্দিনের প্রথম টুঙ্গিপাড়া সফর। বিকেল সাড়ে ৩টায় প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।