ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ছত্তিসগড়ে নকশাল হামলা, ১১ ভারতীয় সেনার মৃত্যু!

ভারতের ছত্তিসগড় রাজ্যের দান্তেওয়াড়ায় নকশাল হামলায় মৃত্যু হল ১১ সেনা সদস্যের৷ প্রাথমিক ভাবে এই হামলা আইইডি বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে৷

বুধবার দুপুরে ছত্তিসগড়ের আরানপুরের কাছে একটি নজরদারি দলের উপর এই বিস্ফোরণ ঘটানো হয়৷ একটি ডিআরজি দল নজরদারি চালানোর পর দলটি হেডকোয়ার্টারে ফিরছিল বলে খবর মিলেছে৷ সেই সময় আরানপুরের রাস্তার উপর এই বিস্ফোরণ ঘটে বলে খবর মিলেছে৷ সেই সময় ১০ জন সেনা সদস্যের মৃত্যু হয়, সঙ্গে প্রাণ গিয়েছে এক চালকেরও৷

যদিও প্রশাসনিক তরফ থেকে এ মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা হয়নি৷ মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরও দ্রুত বাড়তে পারে৷ এর সপ্তাহ খানেক আগেই নকশালরা একটি পত্র মারফত হুমকি দিয়েছিল সেনাকে৷ ছত্তিসগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী তমরধ্বজ সাধু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি একটি আইইডি বিস্ফোরণ৷ ইতিমধ্যে ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে৷ পাশাপাশি এলাকায় বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজে দেরি হচ্ছে৷

ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়েছেন, ‘আমাদের কাছে ঘটনার তথ্য এসে পৌঁছে গিয়েছে৷ ঘটনা খুবই দুঃখজনক৷ মৃতের পরিবারকে আমরা আমাদের সমবেদনা জানাচ্ছি৷ নকশালদের বিরুদ্ধে লড়াই একেবারে শেষ পর্যায়ে আছে৷ নকশালদের কোনওরকম ছাড় দেওয়া হবে৷’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ছত্তিসগড়ে নকশাল হামলা, ১১ ভারতীয় সেনার মৃত্যু!

আপডেট সময় ০৪:০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

ভারতের ছত্তিসগড় রাজ্যের দান্তেওয়াড়ায় নকশাল হামলায় মৃত্যু হল ১১ সেনা সদস্যের৷ প্রাথমিক ভাবে এই হামলা আইইডি বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে৷

বুধবার দুপুরে ছত্তিসগড়ের আরানপুরের কাছে একটি নজরদারি দলের উপর এই বিস্ফোরণ ঘটানো হয়৷ একটি ডিআরজি দল নজরদারি চালানোর পর দলটি হেডকোয়ার্টারে ফিরছিল বলে খবর মিলেছে৷ সেই সময় আরানপুরের রাস্তার উপর এই বিস্ফোরণ ঘটে বলে খবর মিলেছে৷ সেই সময় ১০ জন সেনা সদস্যের মৃত্যু হয়, সঙ্গে প্রাণ গিয়েছে এক চালকেরও৷

যদিও প্রশাসনিক তরফ থেকে এ মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা হয়নি৷ মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরও দ্রুত বাড়তে পারে৷ এর সপ্তাহ খানেক আগেই নকশালরা একটি পত্র মারফত হুমকি দিয়েছিল সেনাকে৷ ছত্তিসগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী তমরধ্বজ সাধু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি একটি আইইডি বিস্ফোরণ৷ ইতিমধ্যে ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে৷ পাশাপাশি এলাকায় বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজে দেরি হচ্ছে৷

ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়েছেন, ‘আমাদের কাছে ঘটনার তথ্য এসে পৌঁছে গিয়েছে৷ ঘটনা খুবই দুঃখজনক৷ মৃতের পরিবারকে আমরা আমাদের সমবেদনা জানাচ্ছি৷ নকশালদের বিরুদ্ধে লড়াই একেবারে শেষ পর্যায়ে আছে৷ নকশালদের কোনওরকম ছাড় দেওয়া হবে৷’