ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

চালককে মেয়রের পিটুনি, ময়মনসিংহ-কিশোরগঞ্জে বাস বন্ধ

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার মেয়র বাসের এক চালককে মারধর করায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ ও নেত্রকোনা সড়কে পরিবহন ধর্মঘট চলছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘‘বুধবার সকালে নান্দাইলের চৌরাস্তা এলাকায় সড়ক পার হচ্ছিলেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া। এসময় বাসের ভেতর থেকে এক যাত্রী বলেন, ‘আপনি সমাজের গণমান্য ব্যক্তি হয়েও অসচেতনভাবে রাস্তা পারাপার হলেন।’ এতে চালকও সায় দিলে মেয়র ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করেন।’’

মো. মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় ওই চালক জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে জানালে বৃহস্পতিবার সকালে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ ও নেত্রকোনা সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।’

তিনি বলেন, ‘মেয়রকে একাধিকবার বলা হয়েছে চালকের মাথায় হাত ভুলিয়ে দুঃখ প্রকাশ করে ঘটনাটি সমাধান করার জন্য। কিন্তু এতে রাজি হননি তিনি। তবুও আলোচনার মাধ্যমে রাতেই পরিবহন ধর্মঘট সচল করতে আমাদের চেষ্টা চলছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়ার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করলেও কল রিসিভ করেননি তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

চালককে মেয়রের পিটুনি, ময়মনসিংহ-কিশোরগঞ্জে বাস বন্ধ

আপডেট সময় ০৪:০০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার মেয়র বাসের এক চালককে মারধর করায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ ও নেত্রকোনা সড়কে পরিবহন ধর্মঘট চলছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘‘বুধবার সকালে নান্দাইলের চৌরাস্তা এলাকায় সড়ক পার হচ্ছিলেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া। এসময় বাসের ভেতর থেকে এক যাত্রী বলেন, ‘আপনি সমাজের গণমান্য ব্যক্তি হয়েও অসচেতনভাবে রাস্তা পারাপার হলেন।’ এতে চালকও সায় দিলে মেয়র ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করেন।’’

মো. মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় ওই চালক জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে জানালে বৃহস্পতিবার সকালে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ ও নেত্রকোনা সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।’

তিনি বলেন, ‘মেয়রকে একাধিকবার বলা হয়েছে চালকের মাথায় হাত ভুলিয়ে দুঃখ প্রকাশ করে ঘটনাটি সমাধান করার জন্য। কিন্তু এতে রাজি হননি তিনি। তবুও আলোচনার মাধ্যমে রাতেই পরিবহন ধর্মঘট সচল করতে আমাদের চেষ্টা চলছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়ার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করলেও কল রিসিভ করেননি তিনি।