ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

চার বছর পর কার সঙ্গে জুটি বাঁধলেন শ্রাবন্তী

চার বছর পর আবার জুটি বাঁধলেন শ্রাবন্তী-ঋত্বিক। ‘টেকো’ ছবির মাধ্যমে এই জুটিকে দেখেন দর্শক। পরিচালক ছিলেন অভিমন্যু মুখোপাধ্যায়। এবার সায়ন্তনের নতুন ছবিতে শ্রাবন্তী এবং ঋত্বিক ঠিক কী রূপে ধরা দেবেন- এ নিয়ে ভক্ত অনুরাগীর আগ্রহ বেড়েই চলেছে।

অভীক সেন একজন কবি ও গোয়েন্দা। একটি ‘সিরিয়াল কিলিং’ কেসের তদন্ত করতে পৌঁছান লন্ডনে। অন্যদিকে হিয়া একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনিও ঠিক একই সময় শো করার জন্য যান লন্ডনে। তারপর জড়িয়ে পড়েন সেই তদন্তের সঙ্গে।

ছবিতে অভীক সেনের চরিত্রে ঋত্বিক চক্রবর্তী এবং হিয়ার চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার নতুন ছবির নাম ‘রবীন্দ্র কাব্য রহস্য।’ মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীতে প্রকাশ্যে এল ছবির প্রথম লুক। রহস্য, রোমাঞ্চে ভর করেই নতুন ছবির গল্প বুনেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল।

পরিচালক সায়ন্তন ঘোষাল বললেন, রবি ঠাকুরের নোবেল পুরস্কার পাওয়ার সময় এবং তার লন্ডনে থাকার সময়ের বেশ কয়েকটি ঘটনা তুলে ধরা হয়েছে। গল্পতে দুটি সময়কালকে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কালকেও ফ্রেমবন্দি করার চেষ্টা করেছি আমি।

কয়েক দিনের মধ্যেই মুক্তি পাবে নতুন সিরিজ ‘হোমস্টে মার্ডার্স’। তবে এই ছবিতে ঋত্বিক এবং শ্রাবন্তীর এক অন্য ধরনের রসায়ন দেখতে পাবেন দর্শক। এই জুটিকে আগেও দেখেছেন দর্শক।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

চার বছর পর কার সঙ্গে জুটি বাঁধলেন শ্রাবন্তী

আপডেট সময় ০৩:৫৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

চার বছর পর আবার জুটি বাঁধলেন শ্রাবন্তী-ঋত্বিক। ‘টেকো’ ছবির মাধ্যমে এই জুটিকে দেখেন দর্শক। পরিচালক ছিলেন অভিমন্যু মুখোপাধ্যায়। এবার সায়ন্তনের নতুন ছবিতে শ্রাবন্তী এবং ঋত্বিক ঠিক কী রূপে ধরা দেবেন- এ নিয়ে ভক্ত অনুরাগীর আগ্রহ বেড়েই চলেছে।

অভীক সেন একজন কবি ও গোয়েন্দা। একটি ‘সিরিয়াল কিলিং’ কেসের তদন্ত করতে পৌঁছান লন্ডনে। অন্যদিকে হিয়া একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনিও ঠিক একই সময় শো করার জন্য যান লন্ডনে। তারপর জড়িয়ে পড়েন সেই তদন্তের সঙ্গে।

ছবিতে অভীক সেনের চরিত্রে ঋত্বিক চক্রবর্তী এবং হিয়ার চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার নতুন ছবির নাম ‘রবীন্দ্র কাব্য রহস্য।’ মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীতে প্রকাশ্যে এল ছবির প্রথম লুক। রহস্য, রোমাঞ্চে ভর করেই নতুন ছবির গল্প বুনেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল।

পরিচালক সায়ন্তন ঘোষাল বললেন, রবি ঠাকুরের নোবেল পুরস্কার পাওয়ার সময় এবং তার লন্ডনে থাকার সময়ের বেশ কয়েকটি ঘটনা তুলে ধরা হয়েছে। গল্পতে দুটি সময়কালকে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কালকেও ফ্রেমবন্দি করার চেষ্টা করেছি আমি।

কয়েক দিনের মধ্যেই মুক্তি পাবে নতুন সিরিজ ‘হোমস্টে মার্ডার্স’। তবে এই ছবিতে ঋত্বিক এবং শ্রাবন্তীর এক অন্য ধরনের রসায়ন দেখতে পাবেন দর্শক। এই জুটিকে আগেও দেখেছেন দর্শক।