ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দক্ষিণ এশিয়ার প্রথম টানেল হচ্ছে চট্টগ্রামে। এর ফলে, চট্টগ্রাম হবে চীনের সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন।’

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতির পিতার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের দুটি অংশ। একটি স্বাধীনতা, অপরটি অর্থনৈতিক মুক্তি। দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার দায়িত্ব নিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অর্থনৈতিক মুক্তির বড় স্থাপনা পদ্মা সেতু প্রকল্প থেকে যখন বিশ্ব ব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন পদ্মা সেতুর স্বপ্ন ছিলো হতাশায় ঘেরা। ঠিক তখনই প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। সে পদ্মা সেতু আজ স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা।’

বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইউরোপ-আমেরিকার নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা। আইএমএফ এর প্রতিবেদন অনুযায়ী, এর ফলে বিশ্বের এক তৃতীয়াংশ দেশ মহামন্দার দিকে দ্রুত ধাবিত হচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ইউরোপের মানুষের জীবনযাত্রা ব্যয় গত ৪০ বছরের রেকর্ড ভেঙেছে। আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার রিজার্ভ তলানিতে, পাকিস্তানের রিজার্ভও সংকটাপন্ন অবস্থায় আছে। আমাদের দেশে জ্বালানী তেলসহ সকল জিনিসপত্রের দাম বেড়েছে। তারপরও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের রিজার্ভের অবস্থান ভালো আছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার। এখনো দেশে পাঁচ মাস আমদানি করার মতো রিজার্ভ আছে। আগামীতে দেশের মানুষের মাথাপিছু আয় এবং জিডিপি আরো বাড়বে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৩:৪১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দক্ষিণ এশিয়ার প্রথম টানেল হচ্ছে চট্টগ্রামে। এর ফলে, চট্টগ্রাম হবে চীনের সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন।’

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতির পিতার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের দুটি অংশ। একটি স্বাধীনতা, অপরটি অর্থনৈতিক মুক্তি। দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার দায়িত্ব নিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অর্থনৈতিক মুক্তির বড় স্থাপনা পদ্মা সেতু প্রকল্প থেকে যখন বিশ্ব ব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন পদ্মা সেতুর স্বপ্ন ছিলো হতাশায় ঘেরা। ঠিক তখনই প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। সে পদ্মা সেতু আজ স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা।’

বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইউরোপ-আমেরিকার নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা। আইএমএফ এর প্রতিবেদন অনুযায়ী, এর ফলে বিশ্বের এক তৃতীয়াংশ দেশ মহামন্দার দিকে দ্রুত ধাবিত হচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ইউরোপের মানুষের জীবনযাত্রা ব্যয় গত ৪০ বছরের রেকর্ড ভেঙেছে। আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার রিজার্ভ তলানিতে, পাকিস্তানের রিজার্ভও সংকটাপন্ন অবস্থায় আছে। আমাদের দেশে জ্বালানী তেলসহ সকল জিনিসপত্রের দাম বেড়েছে। তারপরও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের রিজার্ভের অবস্থান ভালো আছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার। এখনো দেশে পাঁচ মাস আমদানি করার মতো রিজার্ভ আছে। আগামীতে দেশের মানুষের মাথাপিছু আয় এবং জিডিপি আরো বাড়বে।’