ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে সংঘর্ষ: বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৪ মামলা

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ ৯০ জনের নাম উল্লেখ করে ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে। সোমবার রাতে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় এসব মামলা করে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার বিকালে নগরের কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে তিনটি করেছে কোতোয়ালি থানা পুলিশ। অপর মামলাটি করেছে জেলা পুলিশ। এসব মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ ও দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক ১৬ জনকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

সোমবার বিকালে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নগরের কাজীর দেউড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিলে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুরো কাজীর দেউড়ি এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সংঘর্ষ: বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৪ মামলা

আপডেট সময় ০৩:৫৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ ৯০ জনের নাম উল্লেখ করে ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে। সোমবার রাতে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় এসব মামলা করে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার বিকালে নগরের কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে তিনটি করেছে কোতোয়ালি থানা পুলিশ। অপর মামলাটি করেছে জেলা পুলিশ। এসব মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ ও দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক ১৬ জনকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

সোমবার বিকালে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নগরের কাজীর দেউড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিলে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুরো কাজীর দেউড়ি এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।