ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুর সিটিতে ভোট: ফরম জমা দিলেন রাসেল, সঙ্গে ছিলেন মাহি

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ভ্রাতৃবধূ চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ছিলেন। মাহির স্বামী রাকিব সরকারও ছিলেন তার বড় ভাইয়ের সঙ্গে।

মঙ্গলবার পর্যন্ত রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জন।

পাঁচ সিটি করপোরেশনের মধ্যে সর্বোচ্চসংখ্যক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন গাজীপুরে। সেখানে এ পর্যন্ত ১৭ জন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর সবচেয়ে কম মনোনয়নপ্রত্যাশী রয়েছেন রাজশাহীতে, মাত্র তিনজন।

এছাড়া খুলনা সিটি করপোরেশনে চারজন, বরিশাল সিটিতে সাতজন এবং সিলেট সিটিতে ১০ জন নৌকার প্রার্থী হতে দলের মনোনয় ফরম নিয়েছেন।

আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাজীপুর: আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, সাবেক সহ-সভাপতি আসাদুর রহমান কিরণ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মেজবাহ উদ্দিন সরকার রুবেল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাবেক সদস্য আবদুল আলীম মোল্লা, উপকমিটির সাবেক সদস্য আশরাফুজ্জামন সেলিম, মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা রিয়াজ মাহমুদ আয়নাল, সাবেক উপ-দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম, সাবেক শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এসএম আশরাফুল আলম, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, সদস্য হারুন অর রশিদ এবং যুবলীগের সদস্য রুহুল আমিন মণ্ডল।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

গাজীপুর সিটিতে ভোট: ফরম জমা দিলেন রাসেল, সঙ্গে ছিলেন মাহি

আপডেট সময় ০৪:৩৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ভ্রাতৃবধূ চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ছিলেন। মাহির স্বামী রাকিব সরকারও ছিলেন তার বড় ভাইয়ের সঙ্গে।

মঙ্গলবার পর্যন্ত রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জন।

পাঁচ সিটি করপোরেশনের মধ্যে সর্বোচ্চসংখ্যক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন গাজীপুরে। সেখানে এ পর্যন্ত ১৭ জন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর সবচেয়ে কম মনোনয়নপ্রত্যাশী রয়েছেন রাজশাহীতে, মাত্র তিনজন।

এছাড়া খুলনা সিটি করপোরেশনে চারজন, বরিশাল সিটিতে সাতজন এবং সিলেট সিটিতে ১০ জন নৌকার প্রার্থী হতে দলের মনোনয় ফরম নিয়েছেন।

আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাজীপুর: আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, সাবেক সহ-সভাপতি আসাদুর রহমান কিরণ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মেজবাহ উদ্দিন সরকার রুবেল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাবেক সদস্য আবদুল আলীম মোল্লা, উপকমিটির সাবেক সদস্য আশরাফুজ্জামন সেলিম, মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা রিয়াজ মাহমুদ আয়নাল, সাবেক উপ-দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম, সাবেক শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এসএম আশরাফুল আলম, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, সদস্য হারুন অর রশিদ এবং যুবলীগের সদস্য রুহুল আমিন মণ্ডল।