ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (৩ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, রোববার পৌনে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী ইউসুফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস যাত্রী উঠানোর জন্য চন্দ্রা টার্মিনাল এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত এসে যাত্রীবাহী বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় গাড়িতে থাকা চালক, চালকের সহকারী ও কয়েকজন যাত্রী তাড়াহুড়ো করে বাস থেকে নেমে যায়। আশপাশের লোকজনের চিৎকারে চন্দ্রা এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

 

অতঃপর খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘একটি বাসে আগুন দিয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

আপডেট সময় ০৪:০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (৩ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, রোববার পৌনে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী ইউসুফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস যাত্রী উঠানোর জন্য চন্দ্রা টার্মিনাল এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত এসে যাত্রীবাহী বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় গাড়িতে থাকা চালক, চালকের সহকারী ও কয়েকজন যাত্রী তাড়াহুড়ো করে বাস থেকে নেমে যায়। আশপাশের লোকজনের চিৎকারে চন্দ্রা এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

 

অতঃপর খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘একটি বাসে আগুন দিয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।’