ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কুলদীপের ঘূর্ণি আর রাহুলের দৃঢ়তায় সিরিজ ভারতের

ইডেন গার্ডেনসে দাপট দেখালো দুই দলের বোলাররাই। দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় বোলিং তোপে ২১৫ রানে গুটিয়ে যাওয়ার পর লঙ্কানরাও বল হাতে ভারতকে বিপদে ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত সফল হয়নি মিডল অর্ডারে লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার জুটির কারণে। তাতে ৪ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে ভারতীয় দল।

প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলে শুরুটা খারাপ ছিল না শ্রীলঙ্কার। ২৯ রানে প্রথম উইকেট পড়লেও অভিষিক্ত নুয়ানিদু ফার্নান্ডো ও ৩ নম্বরে নামা কুশল মেন্ডিসের দ্বিতীয় উইকেট জুটি এক সময় ৩০০ রানের স্বপ্ন দেখাচ্ছিল। ১৭ ওভার পর্যন্ত স্কোর ছিল ১ উইকেটে ১০২। তার পর কুলদীপ যাদবের ঘূর্ণিতে মুহূর্তেই প্রেক্ষাপট পাল্টে যায় শ্রীলঙ্কার। এলবিডাব্লিউতে মেন্ডিসকে বিদায় দিয়ে ৭৩ রানের জুটি ভেঙে লঙ্কানদের ব্যাটিংয়ে ধস নামাতে অবদান রাখেন তিনি। তার পর ৫০ রানের ব্যবধানে পড়েছে ৬ উইকেট! সর্বোচ্চ ৫০ রান আসে নুয়ানিদুর ব্যাট থেকে। কুশল মেন্ডিস ৩৪ রান করেছেন। শেষ দিকে দুনিথ ওয়াল্লালাগে ৩২ রানে লড়াই করায় স্কোরটা ৩৯.৪ ওভারে ২১৫ রান পর্যন্ত গেছে।

৫১ রানে ৩ উইকেট নেন রিস্ট স্পিনার কুলদীপ। ম্যাচসেরাও তিনি। ৩০ রানে ৩টি নেন মোহাম্মদ সিরাজও। উমরান মালিক ৪৮ রানে দুটি উইকেট নিয়েছেন। ১৬ রানে একটি নিয়েছেন অক্ষর প্যাটেল।

মামুলি স্কোর দেখে ভারতের সহজেই সেটি তাড়া করার কথা। কিন্তু লঙ্কান বোলিং সেই সহজ পথটাই তাদের জন্য কঠিন করে তোলে। পুরোপুরি ব্যর্থ ছিল টপ অর্ডার। ৬২ রানের মধ্যে সাজঘরে ফেরেন রোহিত শর্মা (১৭), শুবমান গিল (২১) ও বিরাট কোহলি (৪)। তার পর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টায় ছিলেন শ্রেয়াস আইয়ার। ২৪ রান যোগ করতে পারে এই জুটি। ২৮ রান করা আইয়ারকে বিদায় দেন রাজিথা। ৪ উইকেট পড়ে যাওয়ার পর ভারতকে টেনে তুলেছে মূলত রাহুল-পান্ডিয়ার জুটিই। একটা পর্যায়ে জয়ের পথটাকে সহজ করার চেষ্টায় ছিলেন তারা। ৭৫ রানের গুরুত্বপূর্ণ জুটিটি ভাঙে হার্দিক পান্ডিয়া ৩৬ রানে বিদায় নিলে। ভারত পুনরায় চাপে পড়লে বাকি কাজ একাই সেরেছেন রাহুল। অক্ষর প্যাটেল ও কুলদীপকে সঙ্গে নিয়ে ছোট ছোট জুটি গড়ে ৪০ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। ১০৩ বলে তার ৬৪ রানের অপরাজিত ইনিংসের কল্যাণে ভারত ৬ উইকেট হারিয়ে ৪৩.২ ওভারে জয় নিশ্চিত করেছে। রাহুলের ইনিংসে ছিল ৬টি চার।

লঙ্কানদের হয়ে ৫১ রানে দুটি উইকেট নেন চামিকা করুনারত্নে। ৬৪ রানে দুটি নেন লাহিরু কুমারাও। ৯ ও ৪৬ রানে যথাক্রমে ধনাঞ্জয়া ডি সিলভা ও কাসুন রাজিথা একটি করে উইকেট নিয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

কুলদীপের ঘূর্ণি আর রাহুলের দৃঢ়তায় সিরিজ ভারতের

আপডেট সময় ০৪:৫০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩

ইডেন গার্ডেনসে দাপট দেখালো দুই দলের বোলাররাই। দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় বোলিং তোপে ২১৫ রানে গুটিয়ে যাওয়ার পর লঙ্কানরাও বল হাতে ভারতকে বিপদে ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত সফল হয়নি মিডল অর্ডারে লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার জুটির কারণে। তাতে ৪ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে ভারতীয় দল।

প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলে শুরুটা খারাপ ছিল না শ্রীলঙ্কার। ২৯ রানে প্রথম উইকেট পড়লেও অভিষিক্ত নুয়ানিদু ফার্নান্ডো ও ৩ নম্বরে নামা কুশল মেন্ডিসের দ্বিতীয় উইকেট জুটি এক সময় ৩০০ রানের স্বপ্ন দেখাচ্ছিল। ১৭ ওভার পর্যন্ত স্কোর ছিল ১ উইকেটে ১০২। তার পর কুলদীপ যাদবের ঘূর্ণিতে মুহূর্তেই প্রেক্ষাপট পাল্টে যায় শ্রীলঙ্কার। এলবিডাব্লিউতে মেন্ডিসকে বিদায় দিয়ে ৭৩ রানের জুটি ভেঙে লঙ্কানদের ব্যাটিংয়ে ধস নামাতে অবদান রাখেন তিনি। তার পর ৫০ রানের ব্যবধানে পড়েছে ৬ উইকেট! সর্বোচ্চ ৫০ রান আসে নুয়ানিদুর ব্যাট থেকে। কুশল মেন্ডিস ৩৪ রান করেছেন। শেষ দিকে দুনিথ ওয়াল্লালাগে ৩২ রানে লড়াই করায় স্কোরটা ৩৯.৪ ওভারে ২১৫ রান পর্যন্ত গেছে।

৫১ রানে ৩ উইকেট নেন রিস্ট স্পিনার কুলদীপ। ম্যাচসেরাও তিনি। ৩০ রানে ৩টি নেন মোহাম্মদ সিরাজও। উমরান মালিক ৪৮ রানে দুটি উইকেট নিয়েছেন। ১৬ রানে একটি নিয়েছেন অক্ষর প্যাটেল।

মামুলি স্কোর দেখে ভারতের সহজেই সেটি তাড়া করার কথা। কিন্তু লঙ্কান বোলিং সেই সহজ পথটাই তাদের জন্য কঠিন করে তোলে। পুরোপুরি ব্যর্থ ছিল টপ অর্ডার। ৬২ রানের মধ্যে সাজঘরে ফেরেন রোহিত শর্মা (১৭), শুবমান গিল (২১) ও বিরাট কোহলি (৪)। তার পর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টায় ছিলেন শ্রেয়াস আইয়ার। ২৪ রান যোগ করতে পারে এই জুটি। ২৮ রান করা আইয়ারকে বিদায় দেন রাজিথা। ৪ উইকেট পড়ে যাওয়ার পর ভারতকে টেনে তুলেছে মূলত রাহুল-পান্ডিয়ার জুটিই। একটা পর্যায়ে জয়ের পথটাকে সহজ করার চেষ্টায় ছিলেন তারা। ৭৫ রানের গুরুত্বপূর্ণ জুটিটি ভাঙে হার্দিক পান্ডিয়া ৩৬ রানে বিদায় নিলে। ভারত পুনরায় চাপে পড়লে বাকি কাজ একাই সেরেছেন রাহুল। অক্ষর প্যাটেল ও কুলদীপকে সঙ্গে নিয়ে ছোট ছোট জুটি গড়ে ৪০ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। ১০৩ বলে তার ৬৪ রানের অপরাজিত ইনিংসের কল্যাণে ভারত ৬ উইকেট হারিয়ে ৪৩.২ ওভারে জয় নিশ্চিত করেছে। রাহুলের ইনিংসে ছিল ৬টি চার।

লঙ্কানদের হয়ে ৫১ রানে দুটি উইকেট নেন চামিকা করুনারত্নে। ৬৪ রানে দুটি নেন লাহিরু কুমারাও। ৯ ও ৪৬ রানে যথাক্রমে ধনাঞ্জয়া ডি সিলভা ও কাসুন রাজিথা একটি করে উইকেট নিয়েছেন।