ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কাসেমিরোর লাল কার্ডের ম্যাচে ম্যানইউর হোঁচট

লিভারপুলের কাছে ৭-০ বিধ্বস্ত হওয়ার হতাশা কিছুটা ভোলার চেষ্টা করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগে ৪-১ গোলে রিয়াল বেতিসকে হারিয়ে স্বস্তি খোঁজার চেষ্টায় ছিল। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতেই মনে হলো নিজেদের হারিয়ে ফেলেছে তারা। তলানীর দল সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। তাও আবার ১০ জনের দলে পরিণত হয়ে!

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৩৪ মিনিটে বিপজ্জনক ট্যাকলের কারণে লাল কার্ড দেখেছেন কাসেমিরো। ম্যানইউ ১০ জনের দলে পরিণত হলে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার আত্মবিশ্বাস জন্মে সাউদাম্পটন শিবিরে। তার পরেও তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেয়েছিল ম্যানইউ। কিন্তু ব্রুনো ফার্নান্দেস ও মার্কাস র‌্যাশফোর্ডরা কাজের কাজ কিছুই করতে পারেননি। ম্যানইউ অধিনায়ক ব্রুনোর নিচু শট পোস্টে আঘাত করেছে। আবার তারকা স্ট্রাইকার র‌্যাশফোর্ডের শট ভালো ভাবে সেভ করেছেন সাউদাম্পটন গোলকিপার গাভিন বাজুনু।

সফরকারীরাও সুযোগ হাতছাড়া করেছে বেশ কয়েকবার। থিও ওয়ালকটের কাছ থেকে নেওয়া শট ও বাঁকানো শটের দুটোই সেভ করেছেন ডেভিড ডি গিয়া। কাইল ওয়াকার পিটার পোস্টে শট নিয়ে সবাইকে হতাশ করেছেন। পয়েন্ট ভাগাভাগি করায় ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ম্যানইউ।

অপর দিকে ফুলহামকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে ৫ পয়েন্টের ব্যবধান পুনরূদ্ধার করেছে আর্সেনাল। প্রথমার্ধেই একটি করে গোল করেছেন গাব্রিয়েল (২১ মিনিট), মার্তিনেলি (২৬ মিনিট) ও ওডেগার্ড (৪৫+২ মিনিট)।

এই জয়ে আবার তারা রেকর্ডও গড়েছে। প্রথম দল হিসেবে টানা ৫টি অ্যাওয়ে লন্ডন ডার্বির সব ম্যাচ জিতেছে। তাও আবার কোনও গোল হজম না করে। ২৭ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

কাসেমিরোর লাল কার্ডের ম্যাচে ম্যানইউর হোঁচট

আপডেট সময় ০৪:৫৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

লিভারপুলের কাছে ৭-০ বিধ্বস্ত হওয়ার হতাশা কিছুটা ভোলার চেষ্টা করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগে ৪-১ গোলে রিয়াল বেতিসকে হারিয়ে স্বস্তি খোঁজার চেষ্টায় ছিল। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতেই মনে হলো নিজেদের হারিয়ে ফেলেছে তারা। তলানীর দল সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। তাও আবার ১০ জনের দলে পরিণত হয়ে!

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৩৪ মিনিটে বিপজ্জনক ট্যাকলের কারণে লাল কার্ড দেখেছেন কাসেমিরো। ম্যানইউ ১০ জনের দলে পরিণত হলে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার আত্মবিশ্বাস জন্মে সাউদাম্পটন শিবিরে। তার পরেও তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেয়েছিল ম্যানইউ। কিন্তু ব্রুনো ফার্নান্দেস ও মার্কাস র‌্যাশফোর্ডরা কাজের কাজ কিছুই করতে পারেননি। ম্যানইউ অধিনায়ক ব্রুনোর নিচু শট পোস্টে আঘাত করেছে। আবার তারকা স্ট্রাইকার র‌্যাশফোর্ডের শট ভালো ভাবে সেভ করেছেন সাউদাম্পটন গোলকিপার গাভিন বাজুনু।

সফরকারীরাও সুযোগ হাতছাড়া করেছে বেশ কয়েকবার। থিও ওয়ালকটের কাছ থেকে নেওয়া শট ও বাঁকানো শটের দুটোই সেভ করেছেন ডেভিড ডি গিয়া। কাইল ওয়াকার পিটার পোস্টে শট নিয়ে সবাইকে হতাশ করেছেন। পয়েন্ট ভাগাভাগি করায় ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ম্যানইউ।

অপর দিকে ফুলহামকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে ৫ পয়েন্টের ব্যবধান পুনরূদ্ধার করেছে আর্সেনাল। প্রথমার্ধেই একটি করে গোল করেছেন গাব্রিয়েল (২১ মিনিট), মার্তিনেলি (২৬ মিনিট) ও ওডেগার্ড (৪৫+২ মিনিট)।

এই জয়ে আবার তারা রেকর্ডও গড়েছে। প্রথম দল হিসেবে টানা ৫টি অ্যাওয়ে লন্ডন ডার্বির সব ম্যাচ জিতেছে। তাও আবার কোনও গোল হজম না করে। ২৭ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।