ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কলেজছাত্রী ধর্ষণচেষ্টা, ঝিনাইগাতী ছাত্রলীগ সম্পাদক শাওন বহিষ্কার

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কলেজছাত্রী ধর্ষণচেষ্টার মামলায় গ্রেফতার হওয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেইসঙ্গে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শাহরিয়ার খান শাওনকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঝিনাইগাতী উপজেলা শাখা, শেরপুর জেলা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। একইসঙ্গে সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে বাংলাদেশ ছাত্রলীগ, ঝিনাইগাতী উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।

পুলিশ ও অন্যান্য একাধিক সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল ঈদের দিন রাত ১১টার দিকে শেরপুরের ঝিনাইগাতীর বড় গজনী গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারো সম্প্রদায়ের এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন। পরে ওই কলেজ ছাত্রী বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশ মামলাটি গ্রহণ করে সোমবার সন্ধ্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাওনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ।

ঘটনাটি ঘটেছে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ কেন্দ্র সংলগ্ন ভুক্তভোগী ওই কলেজছাত্রীর বাড়িতে। ওই ছাত্রী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী জানান, ঈদের দিন শনিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন তাদের বাড়িতে আসেন তার বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য। এ সময় তিনি বাড়ির উঠানে ছিলেন। ছাত্রলীগ নেতা শাওন তাকে একলা পেয়ে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে।

এক পর্যায়ে কলেজছাত্রীর চিৎকারে তার বাবা -মা ঘর থেকে বের হয়ে উঠানে আসলে ওই ছাত্রলীগ নেতার হাত থেকে কলেজছাত্রী রক্ষা পায়। পরে ওই কলেজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হয়।

অপরদিকে নিরাপত্তাজনিত কারণে গত রোববার ওই কলেজছাত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি আদিবাসী নেত্রী আদিবাসী নেত্রী রবেতা ম্রংয়ের বাড়ি আশ্রয় নেয়। স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে নানা ধরনের পাঁয়তারা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

ওই প্রভাবশালী মহল ওই কলেজছাত্রীকে থানা পুলিশে যেতেও বাধা দেয়। এরপরও বাধা ও ভয়ভীতিকে উপেক্ষা করে সোমবার বিকালে তারা থানায় অভিযোগ করেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাওনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ অবৈধভাবে পাহার কেটে পাথর উত্তোলনের অভিযোগও রয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় ওই কলেজছাত্রী ও তার পরিবারের লোকজন এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ওই কলেজছাত্রী ও তার পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

শেরপুর কোর্টের পরিদর্শক কেএম শহিদুল হক জানান, আসামি শাহরিয়ার খান শাওনকে আদালতে হাজির করা হলে তাকে মঙ্গলবার বিকালে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

কলেজছাত্রী ধর্ষণচেষ্টা, ঝিনাইগাতী ছাত্রলীগ সম্পাদক শাওন বহিষ্কার

আপডেট সময় ০৩:১৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কলেজছাত্রী ধর্ষণচেষ্টার মামলায় গ্রেফতার হওয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেইসঙ্গে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শাহরিয়ার খান শাওনকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঝিনাইগাতী উপজেলা শাখা, শেরপুর জেলা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। একইসঙ্গে সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে বাংলাদেশ ছাত্রলীগ, ঝিনাইগাতী উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।

পুলিশ ও অন্যান্য একাধিক সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল ঈদের দিন রাত ১১টার দিকে শেরপুরের ঝিনাইগাতীর বড় গজনী গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারো সম্প্রদায়ের এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন। পরে ওই কলেজ ছাত্রী বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশ মামলাটি গ্রহণ করে সোমবার সন্ধ্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাওনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ।

ঘটনাটি ঘটেছে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ কেন্দ্র সংলগ্ন ভুক্তভোগী ওই কলেজছাত্রীর বাড়িতে। ওই ছাত্রী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী জানান, ঈদের দিন শনিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন তাদের বাড়িতে আসেন তার বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য। এ সময় তিনি বাড়ির উঠানে ছিলেন। ছাত্রলীগ নেতা শাওন তাকে একলা পেয়ে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে।

এক পর্যায়ে কলেজছাত্রীর চিৎকারে তার বাবা -মা ঘর থেকে বের হয়ে উঠানে আসলে ওই ছাত্রলীগ নেতার হাত থেকে কলেজছাত্রী রক্ষা পায়। পরে ওই কলেজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হয়।

অপরদিকে নিরাপত্তাজনিত কারণে গত রোববার ওই কলেজছাত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি আদিবাসী নেত্রী আদিবাসী নেত্রী রবেতা ম্রংয়ের বাড়ি আশ্রয় নেয়। স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে নানা ধরনের পাঁয়তারা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

ওই প্রভাবশালী মহল ওই কলেজছাত্রীকে থানা পুলিশে যেতেও বাধা দেয়। এরপরও বাধা ও ভয়ভীতিকে উপেক্ষা করে সোমবার বিকালে তারা থানায় অভিযোগ করেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাওনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ অবৈধভাবে পাহার কেটে পাথর উত্তোলনের অভিযোগও রয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় ওই কলেজছাত্রী ও তার পরিবারের লোকজন এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ওই কলেজছাত্রী ও তার পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

শেরপুর কোর্টের পরিদর্শক কেএম শহিদুল হক জানান, আসামি শাহরিয়ার খান শাওনকে আদালতে হাজির করা হলে তাকে মঙ্গলবার বিকালে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।