ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেন ইস্যুতে আলোচনায় প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। রবিবার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য মস্কো প্রস্তুত। তবে কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে।

তিনি বলেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এটি তাদের ওপর নির্ভর করছে। আমাদের দিক থেকে আলোচনা প্রত্যাখ্যান করা হচ্ছে না, এটা তাদের দিক থেকেই করা হচ্ছে।’

রুশ প্রেসিডেন্ট বলেন, তার বিশ্বাস রাশিয়া ঠিক পথে রয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করছি। নাগরিকদের রক্ষা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই।

এদিকে খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, রুশ সেনারা ভয় দেখানো এবং আনন্দের জন্য হত্যালীলায় মেতেছে। শনিবার রাতে সোশাল মিডিয়ায় দেওয়া ভিডিও বার্তায় খেরসনে রুশ হামলার কিছু ছবি তুলে ধরেন জেলেনস্কি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দেখতে হবে এবং উপলব্ধি করতে হবে আমরা কীসের বিরুদ্ধে লড়াই করছি।

তিনি বলেন, যুদ্ধের শুরুতে আমরা সব সহ্য করেছি। আমরা মস্কোর হামলা, হুমকি, পারমাণবিক ব্ল্যাকমেইল, সন্ত্রাসী কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ্য করেছি। আমরা জানি কীসের জন্য লড়াই করছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইউক্রেন ইস্যুতে আলোচনায় প্রস্তুত রাশিয়া: পুতিন

আপডেট সময় ০৪:০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। রবিবার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য মস্কো প্রস্তুত। তবে কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে।

তিনি বলেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এটি তাদের ওপর নির্ভর করছে। আমাদের দিক থেকে আলোচনা প্রত্যাখ্যান করা হচ্ছে না, এটা তাদের দিক থেকেই করা হচ্ছে।’

রুশ প্রেসিডেন্ট বলেন, তার বিশ্বাস রাশিয়া ঠিক পথে রয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করছি। নাগরিকদের রক্ষা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই।

এদিকে খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, রুশ সেনারা ভয় দেখানো এবং আনন্দের জন্য হত্যালীলায় মেতেছে। শনিবার রাতে সোশাল মিডিয়ায় দেওয়া ভিডিও বার্তায় খেরসনে রুশ হামলার কিছু ছবি তুলে ধরেন জেলেনস্কি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দেখতে হবে এবং উপলব্ধি করতে হবে আমরা কীসের বিরুদ্ধে লড়াই করছি।

তিনি বলেন, যুদ্ধের শুরুতে আমরা সব সহ্য করেছি। আমরা মস্কোর হামলা, হুমকি, পারমাণবিক ব্ল্যাকমেইল, সন্ত্রাসী কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ্য করেছি। আমরা জানি কীসের জন্য লড়াই করছি।