ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগ শুনে শুনে মুক্তিযুদ্ধের চেতনার দল: খন্দকার মোশাররফ

আওয়ামী লীগ শুনে শুনে মুক্তিযুদ্ধের চেতনার দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আজ ক্ষমতাসীনরা নিজেদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে দাবি করে। অন্যদিকে বিএনপি হলো মুক্তিযোদ্ধাদের দল। আওয়ামী লীগে কোনও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নেই। আমাদের দলে এখনও শাহজাহান ওমরের মতো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জীবিত আছেন। এগুলো তো জীবন্ত ইতিহাস।’

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১০ দফার সারাংশই হচ্ছে এই সরকারের পতন করা। অতএব এই লক্ষ্যেই আমরা আন্দোলন করছি। এই পরিবর্তনের পর যেভাবে বাংলাদেশ গত ৫০ বছর ধরে চলেছে আমরা সেইভাবে চলতে দিতে চাই না। আমরা এখানে মুক্তিযুদ্ধের চেতনা পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই। তার জন্যই আমরা ২৭ দফা রাষ্ট্র কাঠামোর রূপরেখা দিয়েছি।’

আওয়ামী লীগ সরকার যতই চাপাবাজি করুক না কেন জনগণকে দাবিয়ে রাখতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, ‘কোনও স্বৈরাচার আপসে ক্ষমতা ছেড়েছি দেয় না। অতএব এই সরকারও আপসে ক্ষমতা ছাড়বে এমন কথা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি এখন সময়ের ব্যাপার মাত্র। এদেশের জনগণ জেগে উঠেছে। এই জনগণই গণঅভ্যুত্থান সৃষ্টি করে এই সরকারের বিদায়ের ব্যবস্থা করবে।’

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আবদুস সালামের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভা হয়। ডা. মো. ফখরুজ্জামান ফখরুল ও ডা. মেহেদী হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ড্যাবের সহসভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

আ.লীগ শুনে শুনে মুক্তিযুদ্ধের চেতনার দল: খন্দকার মোশাররফ

আপডেট সময় ০৪:১৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

আওয়ামী লীগ শুনে শুনে মুক্তিযুদ্ধের চেতনার দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আজ ক্ষমতাসীনরা নিজেদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে দাবি করে। অন্যদিকে বিএনপি হলো মুক্তিযোদ্ধাদের দল। আওয়ামী লীগে কোনও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নেই। আমাদের দলে এখনও শাহজাহান ওমরের মতো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জীবিত আছেন। এগুলো তো জীবন্ত ইতিহাস।’

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১০ দফার সারাংশই হচ্ছে এই সরকারের পতন করা। অতএব এই লক্ষ্যেই আমরা আন্দোলন করছি। এই পরিবর্তনের পর যেভাবে বাংলাদেশ গত ৫০ বছর ধরে চলেছে আমরা সেইভাবে চলতে দিতে চাই না। আমরা এখানে মুক্তিযুদ্ধের চেতনা পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই। তার জন্যই আমরা ২৭ দফা রাষ্ট্র কাঠামোর রূপরেখা দিয়েছি।’

আওয়ামী লীগ সরকার যতই চাপাবাজি করুক না কেন জনগণকে দাবিয়ে রাখতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, ‘কোনও স্বৈরাচার আপসে ক্ষমতা ছেড়েছি দেয় না। অতএব এই সরকারও আপসে ক্ষমতা ছাড়বে এমন কথা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি এখন সময়ের ব্যাপার মাত্র। এদেশের জনগণ জেগে উঠেছে। এই জনগণই গণঅভ্যুত্থান সৃষ্টি করে এই সরকারের বিদায়ের ব্যবস্থা করবে।’

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আবদুস সালামের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভা হয়। ডা. মো. ফখরুজ্জামান ফখরুল ও ডা. মেহেদী হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ড্যাবের সহসভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল প্রমুখ।