ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার বকুলের অন্তত ১০ জন সমর্থক আহত এবং গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তারাকান্দা শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার(১ জুন) রাত ৯টার দিকে তারাকান্দা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল বলেন, পরাজয় জেনে নৌকার প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়েছে। আহত ১০ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা গুলিবিদ্ধ হয়েছেন। কেউ মারা গেলে আমি এবং আমার লোকজন কাউকে ছাড় দেবে না। উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে আমার নির্বাচনি অফিস ও দোকানপাট।
হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হক বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমাদের লোকজনের ওপর হামলা চালালে তা প্রতিহত করা হয়। তারা আমাদের বেশ কয়েকজন সমর্থককে পিটিয়ে আহত করেছে।

এ ব্যাপারে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা উভয় পক্ষের সমর্থকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১০ জুন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ দুই পক্ষের প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

আপডেট সময় ০৪:২৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার বকুলের অন্তত ১০ জন সমর্থক আহত এবং গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তারাকান্দা শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার(১ জুন) রাত ৯টার দিকে তারাকান্দা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল বলেন, পরাজয় জেনে নৌকার প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়েছে। আহত ১০ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা গুলিবিদ্ধ হয়েছেন। কেউ মারা গেলে আমি এবং আমার লোকজন কাউকে ছাড় দেবে না। উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে আমার নির্বাচনি অফিস ও দোকানপাট।
হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হক বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমাদের লোকজনের ওপর হামলা চালালে তা প্রতিহত করা হয়। তারা আমাদের বেশ কয়েকজন সমর্থককে পিটিয়ে আহত করেছে।

এ ব্যাপারে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা উভয় পক্ষের সমর্থকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১০ জুন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ দুই পক্ষের প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।