ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আঁখির শারীরিক অবস্থা উন্নতির দিকে

শুটিং সেটে শর্টসার্কিট থেকে ঘটা বিস্ফোরণে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে তার হাতের স্কিন ড্রাফটিংয়ের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। আঁখি বর্তমানে সেখানকার একটি কেবিনে চিকিৎসাধীন। তবে এখনও শঙ্কামুক্ত নন।

গত ২৮ জানুয়ারি বেলা ২টার দিকে শুটিং সেটে দগ্ধ হওয়ার পর সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. সামন্ত লাল বলেন, ‘আঁখি বেশ ভালো আছে আগের তুলনায়। গতকাল ড্রেসিং করার সময় দেখলাম এক জায়গায় স্কিন ড্রাফট করতে হবে। সেজন্য সার্জারি প্রয়োজন আছে। এখনও আইসোলেশনে আছেন তিনি। কারণ, ইনফেকশন হওয়ার ভয় তো থেকেই যায়। সব মিলিয়ে তার অবস্থা উন্নতির দিকে, তবে এখনও শঙ্কামুক্ত বলা যাবে না ‘

এর আগে দুর্ঘটনায় আহত হওয়ার পর আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, অগ্নিকাণ্ডে আঁখির শরীরের ৩৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। তার হাতের কনুই পর্যন্ত চামড়া কেটে ফেলতে হয়েছে। উরুর চামড়াও কাটতে হয়েছে। মুখের কিছু অংশ পুড়েছে। সব মিলিয়ে অবস্থা গুরুতর।

সে সময় অবস্থার অবনতি হওয়ায় তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। এরপর গত ১ ফেব্রুয়ারি চিকিৎসকরা তাকে কেবিনে স্থানান্তর করেন।

প্রসঙ্গত, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শাহাবুদ্দিনের মেয়ে শারমিন। রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসায় স্বামী রাহাতের সঙ্গে থাকেন। চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে অভিষেক ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’-এর মধ্য দিয়ে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তী সময়ে টিভি নাটকে নাম লেখান। শিহাব শাহীনের ‘অনামিকা’ ও ইয়ামিন ইলানের ‘আজ বাবার বিয়ে’ নাটকে দেখা গেছে তাকে। ‘ইতি তোমারই ঢাকা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রেও অভিষেক হয় তার।

 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

আঁখির শারীরিক অবস্থা উন্নতির দিকে

আপডেট সময় ০৪:৩৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

শুটিং সেটে শর্টসার্কিট থেকে ঘটা বিস্ফোরণে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে তার হাতের স্কিন ড্রাফটিংয়ের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। আঁখি বর্তমানে সেখানকার একটি কেবিনে চিকিৎসাধীন। তবে এখনও শঙ্কামুক্ত নন।

গত ২৮ জানুয়ারি বেলা ২টার দিকে শুটিং সেটে দগ্ধ হওয়ার পর সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. সামন্ত লাল বলেন, ‘আঁখি বেশ ভালো আছে আগের তুলনায়। গতকাল ড্রেসিং করার সময় দেখলাম এক জায়গায় স্কিন ড্রাফট করতে হবে। সেজন্য সার্জারি প্রয়োজন আছে। এখনও আইসোলেশনে আছেন তিনি। কারণ, ইনফেকশন হওয়ার ভয় তো থেকেই যায়। সব মিলিয়ে তার অবস্থা উন্নতির দিকে, তবে এখনও শঙ্কামুক্ত বলা যাবে না ‘

এর আগে দুর্ঘটনায় আহত হওয়ার পর আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, অগ্নিকাণ্ডে আঁখির শরীরের ৩৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। তার হাতের কনুই পর্যন্ত চামড়া কেটে ফেলতে হয়েছে। উরুর চামড়াও কাটতে হয়েছে। মুখের কিছু অংশ পুড়েছে। সব মিলিয়ে অবস্থা গুরুতর।

সে সময় অবস্থার অবনতি হওয়ায় তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। এরপর গত ১ ফেব্রুয়ারি চিকিৎসকরা তাকে কেবিনে স্থানান্তর করেন।

প্রসঙ্গত, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শাহাবুদ্দিনের মেয়ে শারমিন। রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসায় স্বামী রাহাতের সঙ্গে থাকেন। চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে অভিষেক ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’-এর মধ্য দিয়ে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তী সময়ে টিভি নাটকে নাম লেখান। শিহাব শাহীনের ‘অনামিকা’ ও ইয়ামিন ইলানের ‘আজ বাবার বিয়ে’ নাটকে দেখা গেছে তাকে। ‘ইতি তোমারই ঢাকা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রেও অভিষেক হয় তার।