ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

অব্যাহত ইউনাইটেডের ছন্দপতন,হারল নিউক্যাসেলের বিপক্ষেও

চলতি মৌসুমের শুরুটা বাজেভাবে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড।প্রথম দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ব্রাইটন, ব্রেনফোর্ডের বিপক্ষে শোচনীয়ভাবে হেরে যায় টেন হেগের দল।তবে রোনালদো পরবর্তী যুগে ম্যচের পর ম্যাচ জয় তুলে নিয়ে দারুণভাবে ঘুরে দাড়িয়েছিল রেড ডেভিলসরা,ভালোভাবেই ছিল শীর্ষ চারে।

তবে লিভারপুলকে বিপক্ষের ৭-০ গোলে বিধ্বস্ত হয়ে আবারও ছন্দপতন ঘটে ইউনাইটেডের অগ্রযাত্রায়।পরের ম্যাচে সাউথ্যাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।

বিশ্বকাপ বিরতির পর আজ নিউক্যাসেলের বিপক্ষেও হারের বৃত্তে আটকা ইউনাইটেড। রোববার ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতে নেয় নিউক্যাসেল।

প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও ম্যাচে আধিপত্য ছিল নিউক্যাসেলেরই। পজিশন, আক্রমণ সব দিকে এগিয়ে ছিল স্বাগতিকেরা।এ সময় মাত্র দুটি আক্রমণ ছিল ইউনাইটেডের,কিন্তু কোনোটিই ছিল না গোলমুখে।

বিরতির পর এগিয়ে যায় নিউক্যাসেল।৬৫ তম মিনিটে দারুণ এক হেডে দলকে লিড এনে দেন জন উইলক। গোল হজমের পর মরিয়া চেষ্টা করেও সমতা বেড়াতে পারেনি ইউনাইটেড।উল্টো ৮৭তম মিনিটে ফ্রি কিক থেকে হেডে ক্যালাম উইলসন ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচ থেকে ছিটকে যায় রেড ডেভিলসরা।

২৭ ম্যাচে দুই দলের পয়েন্টই সমান ৫০ করে; গোল পার্থক্যে এগিয়ে তৃতীয় স্থানে আছে নিউক্যাসল। পরের অবস্থানে আছে ইউনাইটেড।২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

অব্যাহত ইউনাইটেডের ছন্দপতন,হারল নিউক্যাসেলের বিপক্ষেও

আপডেট সময় ০৪:০০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

চলতি মৌসুমের শুরুটা বাজেভাবে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড।প্রথম দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ব্রাইটন, ব্রেনফোর্ডের বিপক্ষে শোচনীয়ভাবে হেরে যায় টেন হেগের দল।তবে রোনালদো পরবর্তী যুগে ম্যচের পর ম্যাচ জয় তুলে নিয়ে দারুণভাবে ঘুরে দাড়িয়েছিল রেড ডেভিলসরা,ভালোভাবেই ছিল শীর্ষ চারে।

তবে লিভারপুলকে বিপক্ষের ৭-০ গোলে বিধ্বস্ত হয়ে আবারও ছন্দপতন ঘটে ইউনাইটেডের অগ্রযাত্রায়।পরের ম্যাচে সাউথ্যাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।

বিশ্বকাপ বিরতির পর আজ নিউক্যাসেলের বিপক্ষেও হারের বৃত্তে আটকা ইউনাইটেড। রোববার ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতে নেয় নিউক্যাসেল।

প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও ম্যাচে আধিপত্য ছিল নিউক্যাসেলেরই। পজিশন, আক্রমণ সব দিকে এগিয়ে ছিল স্বাগতিকেরা।এ সময় মাত্র দুটি আক্রমণ ছিল ইউনাইটেডের,কিন্তু কোনোটিই ছিল না গোলমুখে।

বিরতির পর এগিয়ে যায় নিউক্যাসেল।৬৫ তম মিনিটে দারুণ এক হেডে দলকে লিড এনে দেন জন উইলক। গোল হজমের পর মরিয়া চেষ্টা করেও সমতা বেড়াতে পারেনি ইউনাইটেড।উল্টো ৮৭তম মিনিটে ফ্রি কিক থেকে হেডে ক্যালাম উইলসন ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচ থেকে ছিটকে যায় রেড ডেভিলসরা।

২৭ ম্যাচে দুই দলের পয়েন্টই সমান ৫০ করে; গোল পার্থক্যে এগিয়ে তৃতীয় স্থানে আছে নিউক্যাসল। পরের অবস্থানে আছে ইউনাইটেড।২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল।