নিজস্ব প্রতিনিধি- ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকার বিভিন্ন অলি গলিতে দিনে রাতে বিক্রি হচ্ছে মাদকদ্রব্য। প্রতিনিয়তই ঘটছে পথচারীদের গতি রোধ করে ছিনতাই এবং বসত বাড়িতে চুরি।
এ সকল অপরাধীদের অধিকাংশ কিশোর বয়সী। দিনে দিনে এদের দৌরাত্ম এতোটাই বৃদ্ধি পাচ্ছে যে তাদের অপরাধ মূলক কাজের বিরুদ্ধে কোন
প্রতিবাদ করতে গেলেই সাধারণ মানুষকে হুমকি ধামকির শিকার হতে হয়ে বলে এলাকাবাসীর অভিযোগ।
তথ্য নিয়ে জানা যায় যে, হাজীগঞ্জ প্রাইমারী স্কুল, পাঠানটুলী কবরস্থান, মুলিবাঁশের মোড়,হযরত শাহজালাল সড়ক, ঈদগাঁ সড়ক,হাজীগঞ্জ রেললাইন সহ এলাকার আনাচে কানাচে চলছে এ ধরনের অপরাধ মূলক ঘটনা। দিনে রাতে অনেক কর্মজীবী মানুষকে এলাকার সড়কগুলোতে চলাচল করতে হয়। ঘনবসতি হওয়ায় অনেক মানুষের চলাচল ঘটে। চলাচলের সময় ছিনতাইকারীরা অনেক কর্মজীবী মানুষের গতিপথ থামিয়ে দিয়ে হাতে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এলাকায় শুধু মাদক বা ছিনতাই নয় একই সাথে বৃদ্ধি পাচ্ছে দিয়ে ও রাতের আঁধারে চোরের উপদ্রব। বাসা বাড়ির হতে মোবাইল, পানির মটর,বৈদ্যুতিক তার সহ বিভিন্ন মালামাল দরজা ও জানালা ভেঙে লুটপাট করে নিয়ে যাচ্ছে।
গোপন সূত্রে জানা যায় যে, এলাকার অটো রিকশা গ্যারেজ, চায়ের দোকান ও রাস্তার বিভিন্ন স্থানে এ সব অপরাধীরা সংঘবদ্ধ হয়ে আড্ডা দিয়ে থাকে এবং তারা অবস্থান করে। সুযোগ পেলেই তারা অপরাধ মূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে।
স্থানীয় এলাকাবাসী নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার, ফতুল্লা থানাপুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন এলাকার আইন শৃঙ্খলা নিরাপত্তায়ায় টলহ ব্যবস্থা সহ অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের।





















