ঢাকা , শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সত্য কর্মই আমাকে এগিয়ে নিয়ে যাবে সাধারণ জনগণের অন্তরে বললেন, গাজী আওলাদ

জান্নাত জাহা: সোনারগাঁওয়ে বৈদ্যারবাজার ইউনিয়নে ইদানিং বিভিন্ন মানুষের মুখে মুখে গাজী আওলাদের কথা শুনা যায়,এক মহল তাকে নিয়ে বাজে বক্তব্য দেন, আবার এলাকায় কেউ কেউ তাকে নিয়ে ভালো কথাও বলেন, এমন সময় নারায়ণগঞ্জ রুদ্রবার্তা পত্রিকা থেকে তিনজন সদস্য বিশিষ্ট সাংবাদিকরা এলাকায় সরজমিনে সংবাদ সংরক্ষণ করতে যায় এবং গাজী আওলাদের সাথে সাক্ষাৎ করেন,সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজী আওলাদ বলেন, আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে জড়িত, আমি রাজনীতিতে বিরোধী মতের কারনে আওয়ামী শাসন আমলে অনেক অত্যাচার সয্য করেছি,বহুবার জেল জুলুম খেটেছি, এলাকায় বছরের পর বছর আসতে পারিনি,আমার নেতা আজহারুল ইসলাম মান্নান তিনি সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন, হয়তো তিনি না থাকলে আজকে আমি গাজী আওলাদ এলাকায় আলোচনায় থাকতে নাও পারতাম,এবং একটি বিষয় না বললেই নয়” আমি এমন রাজনীতি বিশ্বাস করি না, যেটা ক্ষমতার রাজনীতি, আজকে এই দল, আগামীকাল আরেক দল,নিজের ভোল্ট পাল্টে ক্ষমতার লোভে যে কাউকে নেতা হিসেবে মানা আমার পক্ষে সম্ভব নয়,অনেক চাপের মধ্যেও আমাকে আমার দলের নীতি আদর্শ থেকে সরাতে পারেনি,আল্লাহ চায়তো আমি বৈদ্যারবাজার ইউনিয়ন বাসির সেবা করার সুযোগ চাই, যদি কখনো পাই মন থেকে জনগণের পাশে থাকবো,বলেন- গাজী আওলাদ। তবে এলাকা থেকে সাংবাদিকদের তথ্য মতে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বলে জানা যায়, সোনারগাঁও বৈদ্যার বাজার ইউনিয়ন বাসির কাছে সুযোগ কি পাবে গাজি আওলাদ?প্রশ্ন থেকেই যায় জনমনে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সত্য কর্মই আমাকে এগিয়ে নিয়ে যাবে সাধারণ জনগণের অন্তরে বললেন, গাজী আওলাদ

আপডেট সময় ১০:০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

জান্নাত জাহা: সোনারগাঁওয়ে বৈদ্যারবাজার ইউনিয়নে ইদানিং বিভিন্ন মানুষের মুখে মুখে গাজী আওলাদের কথা শুনা যায়,এক মহল তাকে নিয়ে বাজে বক্তব্য দেন, আবার এলাকায় কেউ কেউ তাকে নিয়ে ভালো কথাও বলেন, এমন সময় নারায়ণগঞ্জ রুদ্রবার্তা পত্রিকা থেকে তিনজন সদস্য বিশিষ্ট সাংবাদিকরা এলাকায় সরজমিনে সংবাদ সংরক্ষণ করতে যায় এবং গাজী আওলাদের সাথে সাক্ষাৎ করেন,সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজী আওলাদ বলেন, আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে জড়িত, আমি রাজনীতিতে বিরোধী মতের কারনে আওয়ামী শাসন আমলে অনেক অত্যাচার সয্য করেছি,বহুবার জেল জুলুম খেটেছি, এলাকায় বছরের পর বছর আসতে পারিনি,আমার নেতা আজহারুল ইসলাম মান্নান তিনি সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন, হয়তো তিনি না থাকলে আজকে আমি গাজী আওলাদ এলাকায় আলোচনায় থাকতে নাও পারতাম,এবং একটি বিষয় না বললেই নয়” আমি এমন রাজনীতি বিশ্বাস করি না, যেটা ক্ষমতার রাজনীতি, আজকে এই দল, আগামীকাল আরেক দল,নিজের ভোল্ট পাল্টে ক্ষমতার লোভে যে কাউকে নেতা হিসেবে মানা আমার পক্ষে সম্ভব নয়,অনেক চাপের মধ্যেও আমাকে আমার দলের নীতি আদর্শ থেকে সরাতে পারেনি,আল্লাহ চায়তো আমি বৈদ্যারবাজার ইউনিয়ন বাসির সেবা করার সুযোগ চাই, যদি কখনো পাই মন থেকে জনগণের পাশে থাকবো,বলেন- গাজী আওলাদ। তবে এলাকা থেকে সাংবাদিকদের তথ্য মতে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বলে জানা যায়, সোনারগাঁও বৈদ্যার বাজার ইউনিয়ন বাসির কাছে সুযোগ কি পাবে গাজি আওলাদ?প্রশ্ন থেকেই যায় জনমনে।